জল্পনা উসকে মমতার সঙ্গে দেখা করলেন বিজেপি সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী

ডেস্ক: বুধবার বিকেলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এবং তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করলেন রাজ্যসভার সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী।

এ দিনই প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর। তার কিছুক্ষণ আগে মুখ্যমন্ত্রীর সঙ্গে বিজেপি সাংসদের সাক্ষাৎ নতুন জল্পনা উসকে দিয়েছে। তাঁদের দু’জনের মধ্যে আধঘণ্টা কথা হয়। তবে কী বিষয়ে দু’জনের মধ্যে কথা হয়েছে তা এখনও স্পষ্ট নয়। বেরিয়ে আসার সময় সাংবাদিকদের উদ্দেশে সুব্রহ্মণ্যম স্বামী বলেন, ‘‘মমতার পাশেই আছি। আলাদা ভাবে দল বদল করার কোনো প্রয়োজন নেই।’’

উল্লেখ্য, বিজেপি সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী এর আগে একাধিক বার দলকে অস্বস্তিতে ফেলেছিলেন। দিল্লির রাজনীতির অন্দরমহলে কানাঘুষো শোনা যায়, বিগত কয়েক মাস ধরেই বিজেপির কেন্দ্রীয় নেতাদের সঙ্গে সম্পর্ক খুব একটা ভালো যাচ্ছে না সাংসদের। সম্প্রতি বিজেপির কোর কমিটি থেকেও বাদ পড়েছেন।

আরও পড়ুন: জল্পনা উসকে মমতার সঙ্গে দেখা করলেন বিজেপি সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী

তবে সূত্রের খবর, আজই তৃণমূলে যোগ দিচ্ছেন না সুব্রহ্মণ্যম স্বামী। তবে আগামী দিনে তৃণমূলের সঙ্গে তাঁর সম্পর্ক আরও ঘনিষ্ঠ হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

Related posts

বিকেল ৫টা পর্যন্ত বাংলার সাত লোকসভা কেন্দ্রে ভোট পড়ল ৭৩ শতাংশ

হুগলির ধনিয়াখালিতে বিক্ষোভের মুখে লকেট, অশান্ত পরিস্থিতি

ভোট চলাকালীন ঝেঁপে বৃষ্টি, ছাতা মাথায় ভিড় ভোটারদের