রামনবমীতে অশান্তির ছক! রাজ্যবাসীকে সতর্ক করল পুলিশ

রাজ্যে উৎসবের মরশুমে সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানোর ষড়যন্ত্র চলছে, এমনটাই জানালেন আইজি (এডিজি) আইনশৃঙ্খলা জাভেদ শামিম ও দক্ষিণবঙ্গের এডিজি সুপ্রতিম সরকার।

শনিবার সাংবাদিক বৈঠকে তাঁরা বলেন, “কেউ প্ররোচনায় পা দেবেন না, কোথাও অশান্তি দেখলে সঙ্গে সঙ্গে পুলিশকে জানান।”

গোপন সূত্রে খবর, পোস্টারের মাধ্যমে হিংসা ছড়ানোর পরিকল্পনা চলছে। ইতিমধ্যেই হাওড়ার শ্যামপুরে অশান্তির ঘটনায় মামলা দায়ের হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও সীমান্তবর্তী এলাকাগুলিকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন।

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক