লালন শেখের মৃত্যুতে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ রামপুরহাট মহকুমা আদালতের

বগটুই হত্যাকাণ্ডে মূল অভিযুক্ত লালন শেখের সিবিআই হেফাজতে মৃত্যুতে বিচারবিভাগীয় তদন্তের নির্দেশ। বিচারকের তদারকিতে মঙ্গলবার লালনের মৃত্যুর তদন্তের নির্দেশ দিয়েছে রামপুরহাট মহকুমা আদালত।

সোমবার বিকেল সাড়ে ৪ টে নাগাদ রামপুরহাটের সিবিআই অস্থায়ী ক্যাম্পে মৃত্যু হয়েছে লালনের। এরপরই তোলপাড় রাজ্য-রাজনীতি। ঘটনায় বিচারবিভাগীয় তদন্ত চেয়ে এ দিন সকালেই কলকাতা হাইকোর্টে দায়ের হয়েছে জনস্বার্থ মামলা। লালনের অস্বাভাবিক মৃত্যুতে উঠছে একাধিক প্রশ্ন। ঘটনায় রাজ্য পুলিশও সিবিআই আধিকারিকদের বিরুদ্ধে ৩০২ খুনের ধারায় মামলা দায়ের করেছে। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকদের বিরুদ্ধে খুনের অভিযোগ এনেছেন লালন শেখের স্ত্রী রেশমা বিবিও। এরই মধ্যে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিল রামপুরহাট মহকুমা আদালত।

অন্য দিকে, এ দিন মেঘালয় সফরের দ্বিতীয় দিনে একটি সভায় বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন তিনি। বলেন, ‘‘ধিক্কার জানাই এই ঘটনাকে। সিবিআই যদি এত স্মার্ট হয়, কেন হেফাজতে তাঁর মৃত্যু হল? ওদের সমস্ত ডিটেলস নিতেই হবে”।

উল্লেখ্য, গত ২১ মার্চ রামপুরহাটের বগটুই মোড়ে বোমা ছুড়ে দুষ্কৃতীরা খুন করে রামপুরহাটের বড়শাল গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের উপপ্রধান ভাদু শেখকে। সেই খুনের পর রাতে বগটুই গ্রামের কয়েকটি বাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ ওঠে। তার জেরে ১০ জনের মৃত্যু হয়। কলকাতা হাইকোর্টের নির্দেশে সেই ঘটনার তদন্তভার হাতে নেয় সিবিআই। লালনের বিরুদ্ধে বগটুইয়ে আগুন লাগানোর অভিযোগ ছিল। চলতি মাসেই ঝাড়খণ্ডের পাকুড় থেকে গ্রেফতার করা হয় লালনকে।

Related posts

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন