রেশনে ভরতুকি প্রাপকদের সংখ্যা কমানোর সিদ্ধান্ত কেন্দ্রের, আন্দোলনে নামছে রেশন ডিলাররা

কলকাতা : করোনা আবহে যখন আমজনতার হাসফাঁস অবস্থা তখন বেড়ে চলেছে তেলের দাম, গ্যাসের দাম। এবার নতুন এক খাঁড়া নেমে আসছে জনতার ঘাড়ে।

এবার ভরতুকিযুক্ত রেশন প্রাপকদের সংখ্যা কমাতে চলেছে কেন্দ্র। এ ব্যাপারে নীতি আয়োগ ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়ে ফেলেছে।

করোনা পরিস্থিতে বাধ্য হয়ে মধ্যবিত্তের একটা বড় অংশ ফের রেশন দোকানমুখী হয়েছিলেন। সেই সময় কেন্দ্রের এই সিদ্ধান্ত আবার একটা ধাক্কা মুখে ফেলবে বলেই মনে করছেন অনেকে।

বিষয়টি নিয়ে ইতিমধ্যেই রেশন ডিলারদের সংগঠন অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলারস অ্যাসোসিয়েশন আন্দোলনে নামছে।

কেরসিনের উপর থেকে অনেক আগেই ভরতুকি তুলে নিয়েছিল কেন্দ্র।

প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন নীতি আয়োগের বৈঠকে প্রস্তাব দেওয়া হয় শহর এলাকায় ভরতুকিযুক্ত রেশন প্রাপকদের সংখ্যা ৫০ থেকে কমিয়ে ৪০ শতাংশে আনা হবে।

অন্যদিকে গ্রামাঞ্চলে ভুরতুকিযুক্ত রেশন প্রাপকদের সংখ্যা কমিয়ে ৭৫ থেকে ৬০ শতাংশ করা হবে। ওই বৈঠকে কেন্দ্রীয় খাদ্যমন্ত্রীর পাশাপাশি নীতি আয়োগের অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।

শুক্রবার এক সাংবাদিক বৈঠকে রেশন ডিলারদের সংঠনটি জানায়, ইতিমধ্যে তারা প্রধানমন্ত্রীকে স্মারকলিপিও দিয়েছেন। দেখা করেছেন খাদ্যমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রীর সঙ্গেও। তিনি আশ্বাস দেন বিষয়টি দেখবেন বলে।

কিন্তু, এপ্রিলের মধ্যে সিদ্ধান্ত প্রত্যাহার না করলে, মে মাস থেকে দেশ জুড়ে আন্দোলনে নামবেন বেশন ডিলাররা।

সূত্র : সংবাদ প্রতিদিন

Related posts

বিজেপি ক্ষমতায় ফিরলে মমতা, স্তালিন, তেজস্বীদের জেলে পাঠাবে, বিস্ফোরক কেজরিওয়াল

মা, স্ত্রী, সন্তান-সহ ৫ জনকে খুন করে উত্তরপ্রদেশে আত্মঘাতী এক ব্যক্তি

সুপ্রিম কোর্টে জামিন পাওয়ার পর আজ কেজরিওয়ালের প্রথম রোড শো, হনুমান মন্দিরে পুজো দিয়ে শুরু ভোটপ্রচার