Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
পদপিষ্ট হয়ে ১১ জনের মৃত্যু, বেঙ্গালুরু কাণ্ডে আরসিবির মার্কেটিং হেড-সহ চারজন গ্রেফতার ৪ - NewsOnly24

পদপিষ্ট হয়ে ১১ জনের মৃত্যু, বেঙ্গালুরু কাণ্ডে আরসিবির মার্কেটিং হেড-সহ চারজন গ্রেফতার ৪

আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (আরসিবি)-এর জয়ের সেলিব্রেশন ঘিরে বেঙ্গালুরুতে পদপিষ্ট হয়ে ১১ জনের মৃত্যুর ঘটনার জেরে বড় পদক্ষেপ নিল পুলিশ। শুক্রবার গ্রেফতার করা হয়েছে আরসিবির মার্কেটিং প্রধান নিখিল সোসালেকে। তাঁর সঙ্গে গ্রেফতার করা হয়েছে ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থা ডিএনএ-র প্রতিনিধি সুনীল ম্যাথিউ, কিরণ এবং সুমন্ত নামে দুই কর্মীকেও।

ঘটনার তদন্তে পুলিশ জানিয়েছে, রাজ্যের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার নির্দেশে আরসিবি, ডিএনএ এবং কর্ণাটক স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশনের (কেএসসিএ) বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। কেএসসিএ-র একাধিক আধিকারিক বর্তমানে পলাতক বলে পুলিশ সূত্রে খবর।

এই ঘটনার পরেই বেঙ্গালুরু পুলিশের কমিশনার বি দয়ানন্দ সহ একাধিক শীর্ষ পুলিশকর্তাকে বরখাস্ত করা হয়েছে। কর্ণাটক হাই কোর্ট এই ঘটনার উপর স্বতঃপ্রণোদিত মামলা গ্রহণ করে রাজ্য সরকারকে ১০ জুনের মধ্যে স্টেটাস রিপোর্ট পেশ করার নির্দেশ দিয়েছে।

মন্ত্রিসভার বৈঠকের পরে মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া ঘোষণা করেন, বিচারপতি মাইকেল কুনহার নেতৃত্বে একটি এক সদস্যের বিচারবিভাগীয় কমিশন গঠন করা হয়েছে। ওই কমিশনকে আগামী ৩০ দিনের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।

কী ঘটেছিল সেই দিন?

বুধবার ছিল রাজ্যে ক্রিকেটপ্রেমীদের কাছে খুশির দিন। আইপিএল জয়ের আনন্দে বেঙ্গালুরুতে র‍্যালির ঘোষণা করে আরসিবি-র ম্যানেজমেন্ট। খোলা ছাদের বাসে বিদান সৌধ থেকে এম চিন্নাস্বামী স্টেডিয়াম পর্যন্ত র‍্যালির পরিকল্পনা করা হয়। সঙ্গে ঘোষণা করা হয়, স্টেডিয়ামে এক অনুষ্ঠানে বিনামূল্যে প্রবেশপত্র দেওয়া হবে অনলাইনে।

কিন্তু দুপুর ১২টার কিছু আগেই বেঙ্গালুরু ট্রাফিক পুলিশ জানিয়ে দেয়, র‍্যালি বাতিল করা হয়েছে। ততক্ষণে হাজার হাজার মানুষ রাস্তায় ভিড় জমিয়ে ফেলেছেন। দুপুর ১টা ৩০ মিনিট নাগাদ আরসিবি-র দল পৌঁছয়। তারপর শুরু হয় চরম বিশৃঙ্খলা, যার জেরে পদপিষ্ট হয়ে ১১ জনের মৃত্যু হয় এবং অন্তত ৩৭ জন আহত হন।

গাফিলতির জন্য সরকার, পুলিশ এবং আয়োজকদের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়ে জনতা। তদন্তে গাফিলতির প্রমাণ পাওয়ায় শাস্তির পথে হাঁটছে কর্ণাটক সরকার।

Related posts

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন: ১২ রাজ্যে ৫০ কোটি ভোটারের হাতে পৌঁছল এনুমারেশন ফর্ম, বাংলায় বিতরণ ৯৯.৬৪%

৬ ডিসেম্বর সংহতি দিবসকে সামনে রেখে ধর্মতলায় বৃহত্তর সমাবেশ করবে তৃণমূল, উপস্থিত থাকতে পারেন মমতা ও অভিষেক

বিহার নির্বাচনে ভরাডুবির দায় স্বীকার করলেন প্রশান্ত কিশোর, ২০ নভেম্বর পালন করবেন নীরব উপবাস