কাশীপুরে বিজেপি কর্মীর দেহ উদ্ধারে পুলিশ জনতার ধুন্ধুমার

কাশীপুরে বিজেপি কর্মী অর্জুন চৌরাসিয়ার মৃত্যু ঘিরে ব্যাপক উত্তেজনা। শুক্রবার সকালে কাশীপুর রেল কোয়ার্টার্সের পরিত্যক্ত একটি ঘর থেকে উদ্ধার হয় দেহটি। স্থানীয় সূত্রে খবর, মৃত বিজেপি নেতার বয়স ২৬। তিনি টালা ঘোষ পাড়ার বাসিন্দা। টালা ব্রিজের কাছে রেল কোয়ার্টার্সের পরিত্যক্ত ঘরে পাওয়া যায় অর্জুন চৌরাশিয়া নামে এক বিজেপি নেতার ঝুলন্ত দেহ।  সকালে ওই মৃতদেহ ময়নাতদন্তের জন্য বের করে  নিয়ে আসতে যান পুলিস আধিকারিকরা। সেখানেই পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের খন্ডযুদ্ধ বেধে যায়। চলে ব্যাপক ধস্তাধস্তি। কয়েকজনকে আটকও করে পুলিশ।

বিজেপি ও তৃণমূল – দুই দলের কর্মী সমর্থকদের মধ্যে হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়। লাঠি বাঁশ নিয়ে একে অপরের দিকে তেড়ে আসে। এদিকে স্থানীয় বিজেপি কর্মীরা দেহ বের করতে দেবে না বলে বদ্ধপরিকর। পরিস্থিতি সামাল দিতে চিৎপুর এবং কাশীপুর থানার আধিকারিকরা এসে পৌঁছন। দেহ উদ্ধারের পর ৫ ঘণ্টা কেটে গেলেও দেহ বের করা যায়নি। দফায় দফায় পুলিশকে ঘিরে বিক্ষোভ হয়। মৃতের পরিবার সিবিআই তদন্তের দাবি জানিয়েছে।  এলাকায় উপস্থিত তৃণমূল নেতা অতীন ঘোষ। আছেন বিজেপি নেতা কল্যাণ চৌবে, দিলীপ ঘোষ। 

Related posts

তাপপ্রবাহ বন্ধ হবে, স্বস্তির পূর্বাভাস হাওয়া অফিসের

বৃহস্পতিবার মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ, কী ভাবে দেখবেন

ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে উদ্ধার মধ্যবয়সি মহিলার দেহ, এলাকায় চাঞ্চল্য