জুনিয়র ডাক্তারদের অভয়া ক্লিনিক। ছবি: রাজীব বসু
কলকাতা : আরজি কর মেডিক্যাল কলেজের চিকিৎসক ধর্ষণ ও খুন মামলার সুপ্রিম কোর্টের শুনানিতে হতাশা প্রকাশ করেছেন আন্দোলনরত চিকিৎসকেরা। তবে সুপ্রিম কোর্টের নির্দেশকে যথেষ্ট গুরুত্ব দিয়ে বিবেচনা করবেন বলে জানিয়েছেন তাঁরা।
সোমবার আরজি কর মামলার শুনানিতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ জানিয়ে দেয়, আগামিকাল (মঙ্গলবার) বিকেল ৫টার মধ্যে চিকিৎসকরা কাজে যোগ দেবেন। তার আগে রাজ্যকে চিকিৎসকদের সুরক্ষা কীভাবে নিশ্চিত করতে হবে।
এক আন্দোলনরত চিকিৎসক বলেন, “শুনানিতে আমরা কিছুটা হতাশ, তবে সুপ্রিম কোর্টের সিদ্ধান্তকে আমরা গুরুত্বের সঙ্গে দেখছি।” তবে পরবর্তী পদক্ষেপ কী হবে তা এখনই স্পষ্ট নয় বলে জানান তিনি। আপাতত প্রতিটি মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা পৃথকভাবে প্রাথমিক বৈঠক করবেন।
এরপর, বিকেল ৫টায় আরজি কর-সহ রাজ্যের সমস্ত মেডিক্যাল কলেজের চিকিৎসকরা একত্রিত হয়ে একটি সম্মিলিত জেনারেল বডি (জিবি) বৈঠক করবেন। সেই বৈঠকে পরবর্তী কর্মসূচি কী হবে তা নিয়ে আলোচনা হবে এবং সেই অনুযায়ী চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবেন তাঁরা।
এই ঘটনার পর থেকে রাজ্যের চিকিৎসক মহল উত্তাল হয়ে উঠেছে। তাদের দাবি, ধর্ষণ ও খুনের ঘটনার দ্রুত বিচার এবং দোষীদের কঠোর শাস্তি। আন্দোলনের এই পর্যায়ে চিকিৎসকদের একজোট হয়ে কী পদক্ষেপ নেবেন, তার দিকে নজর থাকবে সবার।
উল্লেখযোগ্য ভাবে, এ দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “যত আন্দোলন হয়েছে অনুমতি ছাড়া। অনুমতি পর্যন্ত নেওয়া হয়নি। সুপ্রিম কোর্টও ডাক্তারদের অনুরোধ করেছে কাজে যোগ দেওয়ার জন্য। আমিও ডাক্তারদের কাছে অনুরোধ করব কাজে ফেরার জন্য।” মুখ্যমন্ত্রী বলেন, “দয়া করে আপনারা কাজে যোগদান করুন। যদি আপনাদের কিছু বলার থাকে, সবসময় স্বাগত। আপনারা ৫-১০ জনের একটি প্রতিনিধিদল নিয়ে আসুন, আমরা কথা বলতে পারি।”