Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
আজ তেলঙ্গনার মুখ্যমন্ত্রীপদে শপথ নিচ্ছেন রেবন্ত রেড্ডি - NewsOnly24

আজ তেলঙ্গনার মুখ্যমন্ত্রীপদে শপথ নিচ্ছেন রেবন্ত রেড্ডি

নয়াদিল্লি: তেলঙ্গনার মুখ্যমন্ত্রীপদে শপথ নিচ্ছেন প্রদেশ কংগ্রেস সভাপতি রেভান্ত রেড্ডি। বৃহস্পতিবার হায়দরাবাদে রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিচ্ছেন তিনি।

রবিবার ফলাফল ঘোষিত হয়েছে রাজস্থান,মধ্যপ্রদেশ, তেলঙ্গনা এবং ছত্তীসগঢ় বিধানসভা ভোটের। সোমবার জানা গিয়েছে মিজোরামের ভোট ফলাফল। এই পাঁচ রাজ্যের মধ্যে বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) প্রথম শপথ গ্রহণ তেলঙ্গনায়। পর দিন মিজোরামে। কিন্তু রাজস্থান, মধ্যপ্রদেশ এবং ছত্তীসগঢ় নিয়ে এখনও তেমন কিছু জানা যায়নি। উল্লেখযোগ্য ভাবে, এই তিন রাজ্যেই এ বার সরকার গড়ছে বিজেপি।

এলবি স্টেডিয়ামে দুপুর ১টা ৪ মিনিটে ৫৪ বছর বয়সি রেবন্তর শপথগ্রহণ অনুষ্ঠিত হবে। এর আগে সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, কেসি ভেনুগোপাল, এবং মল্লিকার্জুন খার্গে-সহ কেন্দ্রীয় নেতাদের ব্যক্তিগত ভাবে এই শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছিলেন রেবন্ত।

রেবন্ত একজন অভিজ্ঞ রাজনীতিবিদ এবং মালকাজগিরির লোকসভা কেন্দ্রের সাংসদ। তেলঙ্গনার রাজনীতিতে এক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। ২০১৭ সালে তেলগু দেশম পার্টি (টিডিপি) থেকে তাঁর কংগ্রেসে যোগদান রাজ্যের রাজনৈতিক গতিশীলতায় একটি উল্লেখযোগ্য পরিবর্তন চিহ্নিত করে দিয়েছিল।

দুই বারের বিধায়ক এবং এখন তেলঙ্গনায কংগ্রেসের মুখ হিসেবে, রেবন্তের আক্রমণাত্মক প্রচার কৌশল এবং মুখ্যমন্ত্রী কেসিআর-এর সঙ্গে তাঁর সরাসরি সংঘর্ষ তাঁকে আমজনতার প্রিয় করে তুলেছে। সবমিলিয়ে তাঁকে একজন সম্ভাব্য মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

১১৯ আসন বিশিষ্ট তেলঙ্গনা বিধানসভার ম্যাজিক ফিগার ৬০। ২০১৮ সালে বিধানসভা নির্বাচনে মাত্র ১৯টি আসনে জয়লাভ করেছিল কংগ্রেস। এরপর ব্যাপক সাংগঠনিক রদবদল করা হয় তেলঙ্গনা কংগ্রেসে। নতুন সভাপতি হিসেবে তেলঙ্গনা কংগ্রেসের দায়িত্ব তুলে দেওয়া হয়েছিল রেভান্ত রেড্ডির হাতে। এ বারের নির্বাচনে ৬৪টি আসনে জয় তুলে নিয়েছে কংগ্রেস। যেখানে কেসিআরের বিআরএসের ঝুলিতে গিয়েছে ৩৯টি আসন।

Related posts

জানুয়ারির শেষে ফের কনকনে শীতের ইঙ্গিত, আপাতত স্থিতাবস্থায় কলকাতার আবহাওয়া

অসুস্থ টুটু বোসের এসআইআর শুনানি বাড়িতেই, পরিবারকে হাজিরার নির্দেশ—সমালোচনার মুখে কমিশনের সাফাই

বাঁকুড়ায় ফর্ম-৭ বোঝাই গাড়ি ঘিরে রহস্য, আটকাল তৃণমূলকর্মীরা, আটক ২ বিজেপি কর্মী