এসএসকেএম হাসপাতালে শুরু হতে চলেছে রোবোটিক অপারেশন

কলকাতা: এ বার পশ্চিমবঙ্গেও সরকারি হাসপাতালে অস্ত্রোপচার করবে রোবট। বিভিন্ন নামকরা বেসরকারি হাসপাতালে রোবোটিক্স সার্জারি হলেও রাজ্যের সরকারি হাসপাতালে এখনও পর্যন্ত এই ব্যবস্থা নেই। এ বার রাজ্যের সরকারি হাসপাতালগুলির মধ্যে প্রথম এসএসকেএমে এই অস্ত্রোপচার পদ্ধতি চালু হতে চলেছে।

জানা গিয়েছে, সুপার স্পেশালিটি হাসপাতাল এসএসকেএমে চালু হতে চলেছে রোবোটিক অপারেশেন। সব ঠিক থাকলে নতুন বছরেই গোড়া থেকেই তা চালু হতে পারে। যা রাজ্যের সরকারি স্বাস্থ্য পরিষেবার মুকুটে নতুন পালক হিসেবেই বিবেচিত হতে চলেছে।

এসএসকেএম হাসপাতাল সূত্রে খবর, চিকিৎসার এই উৎকর্ষ কেন্দ্রে এ বার রোবটিক সার্জারি শুরু হতে চলেছে। নতুন আউটডোর ভবনের একটি তলে বিশেষ অপারেশন থিয়েটার তৈরির কাজ শেষ। কোন সংস্থার যন্ত্রের সাহায্যে রোবোটিক সার্জারি হবে, তা এখনও চূড়ান্ত হওয়া বাকি আছে। ইতিমধ্যেই সেই সংক্রান্ত টেন্ডার প্রকাশ করেছে এসএসকেএম।

প্রসঙ্গত, অতি সূক্ষ্ম, রক্তপাতহীন এবং কম খরচে অস্ত্রোপচার করা সম্ভব এই রোবটের সাহায্যে। এই রোবটে রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা এবং প্রযুক্তি । বহু বেসরকারি হাসপাতালে রোবোটিক সার্জারির ব্যবস্থা আছে। কিন্তু এরাজ্যের কোনও সরকারি হাসপাতালে এখনও পর্যন্ত এই ব্যবস্থা নেই। এসএসকেএমই হতে চলেছে রাজ্যের প্রথম সরকারি হাসপাতাল, যেখানে রোবট-সহায়তা অস্ত্রোপচার পদ্ধতি চালু হবে।

Related posts

অবশেষে দেখা গেল বৃষ্টির সম্ভাবনা! কবে থেকে?

সাতসকালে বড়বাজারে বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ১০টি ইঞ্জিন

প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, আজ শুনানি সুপ্রিম কোর্টে