কলকাতা: আরজি কর মেডিকেল কলেজের চিকিৎসক ধর্ষণ ও খুনের মামলায় অভিযুক্ত সঞ্জয় রায়ের ফাঁসির দাবি করল সিবিআই। সিবিআই-এর দাবি, এটি বিরলতম অপরাধের মধ্যে পড়ে এবং অভিযুক্তের সর্বোচ্চ শাস্তি হওয়া উচিত। বৃহস্পতিবার শিয়ালদহ আদালতে ফাইনাল ক্লোজিং জমা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
সিবিআই আদালতে যুক্তি দিয়ে জানিয়েছে, সঞ্জয় রায়ের বিরুদ্ধে থাকা প্রমাণ ও সাক্ষ্যের ভিত্তিতে তার অপরাধ স্পষ্ট। নির্যাতিতার দেহ থেকে প্রাপ্ত লালারসের ডিএনএ পরীক্ষায় অভিযুক্তের সঙ্গে মিলে গেছে। দুই মাস ধরে ৫০ জন সাক্ষীর জবানবন্দি নেওয়া হয়েছে এবং তাদের মধ্যে ৫৪ জন আদালতে সাক্ষ্য দিয়েছেন।
এই ঘটনার পর গোটা রাজ্যে এবং রাজ্যের বাইরে প্রতিবাদের ঝড় ওঠে। চিকিৎসক সমাজ থেকে শুরু করে বিভিন্ন স্তরের মানুষ ন্যায়বিচারের দাবিতে সরব হন। আদালতে সিবিআইয়ের আইনজীবী জানান, “কর্তব্যরত চিকিৎসককে অত্যন্ত নির্মমভাবে ধর্ষণ ও খুন করা হয়েছে। এটি বিরলতম অপরাধ। অভিযুক্ত সঞ্জয় রায়ের সর্বোচ্চ সাজা হওয়া উচিত।”
আদালতে অভিযুক্তকে রুদ্ধদ্বার কক্ষে হাজির করানো হয়। সিবিআইয়ের তরফে অভিযোগ পেশের পর সঞ্জয়ের আইনজীবীর ফাইনাল ক্লোজিং জমা দেওয়ার সময় দেওয়া হয়েছে ৪ জানুয়ারি পর্যন্ত। মামলার রায় আগামী সপ্তাহে ঘোষণা হতে পারে বলে জানা গেছে।