সিডনি টেস্ট থেকে নিজেকে সরিয়ে নিলেন রোহিত শর্মা, যা ভারতীয় ক্রিকেটে এক নজিরবিহীন ঘটনা। সিরিজের মাঝপথে কোনও ভারতীয় অধিনায়কের এই সিদ্ধান্ত প্রথমবার। রোহিতকে বাদ দিয়ে দল সাজানোর জল্পনার মধ্যেই তিনি স্বেচ্ছায় সরে দাঁড়ান। তাঁর অনুপস্থিতিতে ভারতের নেতৃত্বের ভার নিলেন জশপ্রীত বুমরা।
টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেওয়ার পর বুমরা জানান, দলের মধ্যে সংঘবদ্ধতা ও ফিল গুড পরিস্থিতি বজায় আছে। তিনি বলেন, “আমরা সিরিজে ভালো ক্রিকেট খেলেছি। শেষ ম্যাচটি হাড্ডাহাড্ডি হয়েছে। আশা করছি, এই ম্যাচেও ভালো পারফর্ম করব। পিচে কিছুটা ঘাস থাকলেও এটি ব্যাটিংয়ের জন্য ভালো। আমাদের অধিনায়ক রোহিত শর্মা এই ম্যাচে বিশ্রাম নিয়েছেন। এটি প্রমাণ করে, আমাদের দলে স্বার্থপরতার জায়গা নেই। আমরা সবসময় দলের প্রয়োজনকে প্রাধান্য দিই।”
রোহিতের পরিবর্তে একাদশে সুযোগ পেয়েছেন শুবমান গিল। অন্যদিকে, চোটগ্রস্ত আকাশ দীপের জায়গায় দলে এসেছেন প্রসিদ্ধ কৃষ্ণ। এই সিরিজে এটি কৃষ্ণর প্রথম ম্যাচ। অস্ট্রেলিয়া এ দলের বিপক্ষে তাঁর দুর্দান্ত পারফরম্যান্সে পাওয়া ১০ উইকেটের পর এবার জাতীয় দলের জার্সিতে শেষ টেস্টে নিজেকে প্রমাণের সুযোগ পেলেন তিনি।