মেডিক্যাল টেস্টের পর অভিযুক্তকে নিয়ে সিজিও-তে সিবিআই

কলকাতা: আরজি কর হাসপাতালে মহিলা চিকিৎসক ধর্ষণ ও খুনের মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপটি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ। সেই নির্দেশ মতোই মঙ্গলবারই আরজি কর কাণ্ডের তদন্তভার নেয় সিবিআই। এ বার তদন্ত শুরু করলেন দিল্লি থেকে আসা সিবিআইয়ের কর্তারা।

বুধবার সকালেই সিবিআইয়ের হাতে আরজি কর-কাণ্ডের মূল অভিযুক্ত সঞ্জয় রায়কে হস্তান্তর করে কলকাতা পুলিশ। তুলে দেওয়া হয় তদন্ত সংক্রান্ত সমস্ত নথিপত্র এবং সাক্ষীদের বয়ানও।

এর পরেই অভিযুক্তকে মেডিক্যাল টেস্টের জন্য এসএসকেএম হাসপাতালে নিয়ে যায় সিবিআই। শারীরিক পরীক্ষা শেষে নিয়ে আসে সিজিও কমপ্লেক্সে। জানা গিয়েছে, সিবিআইয়ের সঙ্গে রয়েছেন ফরেন্সিক বিশেষজ্ঞরাও।

প্রাথমিক ভাবে সিবিআই সূত্রে খবর, খতিয়ে দেখা হবে নিহত মহিলা চিকিৎসকের মোবাইল ফোনের কল রেকর্ড। এছাড়াও হাসপাতালের সিসি ক্যামেরার ফুটেজও খতিয়ে দেখা হবে।

Related posts

বিশ্ব বাংলা শারদ সম্মান ২০২৫ ঘোষণা, কারা পেল কোন পুরস্কার?

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে