বিজেপির বিধায়ক-পুত্রের বাড়ি থেকে উদ্ধার কোটি কোটি টাকা

অস্বস্তিতে পদ্ম-শিবির। এ বার বিজেপি বিধায়কের ছেলের বাড়িতে যকের ধন! ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছিল আগেই। এ বার বিধায়কপুত্রের বাড়ি থেকে মিলল কোটি কোটি টাকা। ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।

কর্নাটক প্রশাসনের তরফে শুক্রবার সকালে একটি বিবৃতি দিয়ে জানানো হয়েছে, কর্নাটকের চান্নাগিরির বিধায়ক কে মাদল বিরূপাক্ষপ্পার ছেলে প্রশান্ত কুমার এমভিকে ঘুষ নেওয়ার অভিযোগে গ্রেফতার করা হয়েছে। তাঁর বাড়ি থেকে উদ্ধার হয়েছে ৬ কোটি টাকা। ওই বাড়িতে এখনও তল্লাশি চালাচ্ছেন তদন্তকারীরা।

ঘটনায় প্রকাশ, বৃহস্পতিবার বেঙ্গালুরুর জনবণ্টন এবং নিকাশি সংস্থার মুখ্য হিসাবরক্ষক হিসাবে ৪০ লক্ষ টাকা ঘুষ নেওয়ার সময় গ্রেফতার করা হয় তাঁকে। তাঁর অফিস থেকে টাকা ভর্তি ৩টি ব্যাগ উদ্ধার করা হয়। এর পর তাঁর অফিস এবং বাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় কোটি কোটি টাকা।

জানা গিয়েছে, বিধায়ক পুত্র ছাড়াও কর্নাটক সরকারের এক আমলার বাড়িতেও তল্লাশি চালানো হয়। তবে মহেশ এম নামে ওই আইএএস অফিসার বাড়ি থেকে কোনো টাকা উদ্ধার হয়নি।

Related posts

বিজেপিতে বড় ধাক্কা! ভোটের মধ্যেই তৃণমূলে যোগ দিলেন বিদায়ী সাংসদ

সুন্দরবনে চোরাশিকারিদের হাতে খুন বনকর্মী, তদন্তে পুলিশ

ফের শুরু হতে চলেছে বৃষ্টি-পর্ব, চলবে কত দিন