ছেলেকে কোলে নিয়ে কলকাতার সিজিও কমপ্লেক্সে হাজির হলেন রুজিরা বন্দ্যোপাধ্যায়। আজ, বৃহস্পতিবার সকালে ইডি’র দফতরে ঢোকেন তিনি। কয়লা পাচার মামলায় জিজ্ঞাসাবাদের জন্যই তলব করা হয়েছে তাঁকে। সূত্রের খবর, রুজিরাকে জিজ্ঞাসাবাদের জন্য দিল্লি থেকে কলকাতায় এসেছে ইডি-র অফিসারদের একটি দল। দলে রয়েছেন দুই মহিলা অফিসার।
কয়লা পাচার মামলায় কেন্দ্রীয় এজেন্সি ইডি আজ তলব করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে। সল্টলেকের সিজিও কমপ্লেক্সে পৌঁছন রুজিরা। সেখানে গাড়ি থেকে নামতেই দেখা যায়, তাঁর ২ বছরের পুত্রসন্তান আয়াংশকে কোলে নিয়ে ঢুকছেন সিজিও কমপ্লেক্সে। সঙ্গে রয়েছেন তাঁর আইনজীবীও।

সূত্রের খবর, ছেলেকে কোলে বসিয়ে ইডির প্রশ্নের উত্তর দিচ্ছেন রুজিরা। কারণ বাচ্চাটা মাকে ছাড়া থাকতে চাইছে না। তাই সন্তানকে কোলে নিয়েই ইডির জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছেন রুজিরা বন্দ্যোপাধ্যায়।
দিল্লি থেকে আসা তদন্তকারীদের হাতে এসেছে বেশ কিছু হোয়াটসঅ্যাপ চ্যাটের স্ক্রিনশট। ব্যাঙ্ককের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও হোয়াটসঅ্যাপ চ্যাপের স্ক্রিনশট সামনে রেখেই এদিন অভিষেক-জায়া রুজিরা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করা হবে।
আরও পড়ুন :
আজ, বৃহস্পতিবার ত্রিপুরায় বিধানসভা উপনির্বাচন, সন্ত্রাসের অভিযোগ তৃণমূলের
উত্তরবঙ্গের তিন জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি
সাংবাদিকের রাহুল গোস্বামীর জীবনাবসান
দিদির নির্দেশেই কাজ করব বলেন শোভন, দিদি-ভাইয়ের সম্পর্ক অটুট ছিল, চিরদিনই থাকবে: বৈশাখী
সম্ভবত আজই মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিতে চলেছেন উদ্ধাব ঠাকরে