প্রথম পাতা খবর দিদির নির্দেশেই কাজ করব বলেন শোভন, দিদি-ভাইয়ের সম্পর্ক অটুট ছিল, চিরদিনই থাকবে: বৈশাখী

দিদির নির্দেশেই কাজ করব বলেন শোভন, দিদি-ভাইয়ের সম্পর্ক অটুট ছিল, চিরদিনই থাকবে: বৈশাখী

88 views
A+A-
Reset

এবার শোভন চট্টোপাধ্যায়ের তৃণমূলে প্রত্যাবর্তন স্রেফ সময়ের অপেক্ষা মাত্র। এক সময় দিদি প্রিয় কানন, তার সঙ্গ ত্যাগ করে গিয়েছিলেন বিজেপিতে। ছেদ পড়েছিল দিদি-ভাইয়ের সম্পর্কে। বিজেপি সঙ্গ ত্যাগের পর প্রায় এক বছর রাজনৈতিক সন্ন্যাসের পথে হেঁটেছিলেন শোভন এবং বৈশাখী। কিন্তু এদিন ফের নবান্নে এই দু’জনকে একসঙ্গে দেখা যাওয়ায় ফের ঘাসফুলে প্রত্যাবর্তনের জল্পনা তুঙ্গে। দিদি’র সঙ্গে সাক্ষাৎ শেষে শোভন বললেন, ‘রাজনৈতিকভাবে দিদির ইচ্ছে বাস্তবায়িত করাই আমার কাজ।’ বৈশাখীর দাবি, ‘অভিমানের প্রাচীর ভেঙেছে।’
বুধবার দুপুরে হঠাৎই নবান্নে পৌঁছে যান শোভন চট্টোপাধ্যায়। সঙ্গে ছিলেন তাঁর বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়ও। নবান্নের ১৪ তলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে শোভন-বৈশাখীর কথা হয় প্রায় ১ ঘন্টা।এদিন নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ প্রসঙ্গে শোভন চট্টোপাধ্যায় বলেন, ‘ভাব বিনিময় হয়েছে, চা খেয়েছি। আমার সঙ্গে তৃণমূল এবং দিদির সম্পর্ক ছোটবেলা থেকে। আমার রাজনৈতিক জীবন স্থির করার দায়িত্বে মুখ্যমন্ত্রী। তাঁর পরিকল্পনা বাস্তবায়িত করব।’

শোভন চট্টোপাধ্যায় বলেন, দিদির সঙ্গে কথা হয়েছে। দিদির সঙ্গে তো আমরা আজকের সম্পর্ক নয়। আমদের দিদি-ভাইয়ের সম্পর্ক অটুট ছিল, রয়েছে এবং চিরদিনই অটুট থাকবে। তবে কি এবার তৃণমূলে ফিরছেন, ফিরছেন রাজনীতিতে? তার জবাবে তাৎপর্যপূর্ণ উত্তর দিয়েছেন শোভন চট্টোপাধ্যায়। তিনি বলেন, বাংলায় কি কেউ অরাজনৈতিক আছেন? কেউ অ্যাপলেটিক্যাল নয়। ন্যাচারালি একটা রাজনৈতিক চিন্তাভাবনা থাকে।
বৈশাখী বলেন, অনেকদিন পর ফের পুরনো শোভনকে দেখলাম। আনন্দ হচ্ছিল খুব। আমি মনে করি, শোভনের রাজনীতিকে দেওয়ার অনেক কিছু বাকি আছে এখনও। আমি চাই তিনি কাজে ফিরুন। আর দিদি-ভাইয়ের অভিমানের প্রাচীর ভেঙে গিয়েছে। আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলাপচারিতায় আগের শোভনকে দেখতে পেলাম। বৈশাখী বলছেন, অপেক্ষা করুন। ধৈর্য ধরুন। সব জানতে পারবেন। আর শোভন বলছেন, অনুমান করা সাংবাদিকদের কাজ। আপনারা অনুমান করে নিন আগামী দিনটা। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের পর তাঁর তৃণমূলে ফেরা এবার স্রেফ সময়ের অপেক্ষা বলেই ইঙ্গিত দিয়ে গেলেন শোভন চট্টোপাধ্যায় ও তাঁর সঙ্গী বৈশাখী বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন :

সম্ভবত আজই মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিতে চলেছেন উদ্ধাব ঠাকরে

ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান! কমপক্ষে মৃত ২৫৫ জন

আকাশ মেঘাচ্ছন্ন, কলকাতায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস

এনডিএ জোটের প্রার্থী হিসাবে নাম ঘোষণা হতেই দ্রৌপদী মুর্মুকে ‘জেড’ ক্যাটাগরির নিরাপত্তা

রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে বিরোধীদের মুখ হতে চলেছেন যশবন্ত সিনহা

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

সম্পাদকের পছন্দ

টাটকা খবর

©2023 newsonly24. All rights reserved.