প্রথম পাতা খবর ধ্বংস করা হবে স্পেস স্টেশন, ভেঙ্গে পড়বে ভারতে, হুঁশিয়ারি রাশিয়ার!

ধ্বংস করা হবে স্পেস স্টেশন, ভেঙ্গে পড়বে ভারতে, হুঁশিয়ারি রাশিয়ার!

253 views
A+A-
Reset

ইউক্রেনের মাটিতে যুদ্ধের পাশাপাশি এবার মহাকাশেও যুদ্ধের হুঁশিয়ারি দিল রাশিয়া। সব থেকে বড় কথা হল, পুতিনের দেশ স্পষ্ট করে জানিয়ে দিয়েছে যে, এবার তাদের লক্ষ্য হল মহাকাশের স্পেস স্টেশন। রাশিয়ার তরফে ঘোষণা করা হয়েছে, মহাকাশ স্পেস স্টেশনটিকে ধ্বংস করে ফেলা হবে। আর এর থেকেও বড় আশঙ্কার কথা হল, ওই স্পেস স্টেশন ধ্বংস হলে সেই বিশাল ধ্বংসাবশেষ এসে ভেঙে পড়বে ভারতের উপরেই। ফলে শেষ পর্যন্ত যদি সত্যিই এমনটা হয়, তাহলে সেটা ভারতের জন্য সত্যিই অত্যন্ত চিন্তার বিষয় হয়ে দাঁড়াবে, এটা বলাই বাহুল্য।

ইউক্রেনে ব্যাপক সামরিক অভিযানের জন্য রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেছেন, এবার রাশিয়ান মহাকাশ কর্মসূচিও নিষেধাজ্ঞার মুখে পড়তে চলেছে। যদিও এর পর পরই পাল্টা হুমকি দিয়েছে মস্কো। রাশিয়ান মহাকাশ সংস্থা, রোসকোমোস-এর প্রধান দিমিত্রি রোগোজিন সতর্ক করে বলেছেন, আমেরিকা যদি এমন কোনও পদক্ষেপ করে তাহলে মহাকাশ স্টেশন কক্ষচ্যুত হয়ে ইউরোপ, আমেরিকার উপরেই আছড়ে পড়বে।”

এছাড়াও একাধিক টুইট বার্তায় মস্কো জানায়, ”আমেরিকার প্রভাবশালী ব্যবসায়ীরা মহাকাশে আবর্জনা ছড়িয়ে রেখেছে। আর সেই আবর্জনার ৫০০ টন ভারত এবং চীনের উপরও পড়তে পারে বলেই আশঙ্কা করছেন মহকাশ বিজ্ঞানীরা।

এরপর আমেরিকার উদ্দেশ্যে ট্যুইট বার্তায় মস্কো লিখেছে, ”ভারত এবং চীনের উপর ৫০০ টন আবর্জনা ফেলে দেওয়ার বিকল্পও রয়েছে। আপনারা কি তাদের এমন সম্ভাবনার মুখে পড়তে দিতে চান? আইএসএস রাশিয়ার উপর দিয়ে ওড়ে না, তাই সমস্ত ঝুঁকি আপনাদের। আপনারা কি এর জন্য প্রস্তুত?”

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.