বুধবার ইডি দফতরে যাচ্ছেন না সায়নী ঘোষ

কলকাতা: বুধবার ইডি ডেকে পাঠিয়েছিল যুব তৃণমূল সভানেত্রী সায়নী ঘোষকে। এ দিন তিনি জানিয়ে দিলেন, ইডি দফতরে যাচ্ছেন না।

নিজাম প্যালেসে হাজিরা দেওয়ার কথা ছিল সায়নীর। জানা যায়, নিয়োগ মামলায় সায়নীকে কিছু নথিপত্র সংক্রান্ত প্রশ্ন করতেই ডাকা হয়েছে। তিনি এ দিন হাজিরা দেবেন কি না, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছিল। সূত্রের খবর, ই-মেল করে তিনি জানিয়েছেন, আজ ইডি দফতরে যেতে পারছেন না। ১১ জুলাইয়ের পর যে কোনো দিন ডাকলে তিনি যাবেন।

গত শুক্রবার ইডির দফতরে হাজিরা দিয়েছিলেন সায়নী। প্রায় ১১ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়েছিল তাঁকে। ফের তাঁকে ৫ জুলাই ডেকে পাঠায় ইডি। জানা গিয়েছে, সায়নী এ দিন ভোরেই বেরিয়ে গিয়েছেন গাড়ি নিয়ে। বাড়িতে তাঁর বাবা-মা রয়েছেন। তাঁর মা অসুস্থ।

তৃণমূল নেতা কুণাল ঘোষের দাবি, “ইডির তলবে আজ সিজিও কমপ্লেক্সে যাচ্ছেন না সায়নী ঘোষ। পঞ্চায়েত ভোটের প্রচারে আজ গলসির উদ্দেশে রওনা দিয়েছেন সায়নী। ইডি-কে চিঠি দিয়ে সায়নী জানিয়েছেন, ভোটের পর তিনি ইডি দফতরে যাবেন”।

Related posts

বিশ্ব বাংলা শারদ সম্মান ২০২৫ ঘোষণা, কারা পেল কোন পুরস্কার?

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে