কুয়েতকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন ভারত

টান টান উত্তেজনায় শেষ হল সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনাল। সাডেন ডেথে কুয়েতকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন ভারত। মঙ্গলবারের ফাইনালের নায়ক ভারতের গোলরক্ষক গুরপ্রীত সিংহ সান্ধু। সাডেন ডেথের প্রথম শট বাঁচান তিনি।

প্রথমার্ধের ১৫ মিনিটে কুয়েত ১-০ গোলে এগিয়ে যায়। সুপরিকল্পিত আক্রমণ থেকে গোল করেন আলখালদি। এর পর দুর্দান্ত কামব্যাক করে ভারত। ম্যাচের ৩৮ মিনিটে ছাংতের গোলে সমতা ফেরান সুনীল ছেত্রীরা। এর পর গোটা ম্যাচ খেলা হয় টানটান। তবে আক্রমণ-প্রতিআক্রমণ নির্ভর খেলা হলেও দ্বিতীয়ার্ধে গোল করতে পারেনি কোনও দলই।

শেষে খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। কিন্তু সেখানেও কোনো গোল হয়নি। শেষে পেনাল্টি শুট আউটে গড়ায় ফাইনাল। নির্ধারিত ৫টি করে পেনাল্টি মারার পর দু’দলের স্কোর ছিল ৪-৪। শেষে সাডেন ডেথে গিয়ে ভারত অনবদ্য জয় পায়। খেলার চূড়ান্ত ফলাফল ৬-৫।

সাডেন থেকে ভারতের হয়ে গোল করেন নাওরেম মহেশ সিং। এর পরই কুয়েতের তরফে শট আটকে দেন গুরপ্রীত সিং। কুয়েতকে হারিয়ে এই নিয়ে নবম বার সাফ চ্যাম্পিয়ন হল ভারত।

Related posts

অবসর ঘোষণা সুনীল ছেত্রীর, আন্তর্জাতিক ফুটবলকে বিদায় কলকাতাতেই

ইতিহাস তৈরি করে এই প্রথমবার আইপিএল প্লে অফে পৌঁছল কেকেআর

লখনউকে হারিয়ে আইপিএলের পয়েন্ট তালিকার শীর্ষে কেকেআর, প্লে অফ কি নিশ্চিত?