Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
বারাসাতে 'সবলা' মেলা, চলবে ৫ নভেম্বর পর্যন্ত - NewsOnly24

বারাসাতে ‘সবলা’ মেলা, চলবে ৫ নভেম্বর পর্যন্ত

বারাসাত: আর কিছুদিন পরেই রাজ্যে আসছে শীত। এই মরশুমে বিভিন্ন ধরনের মেলা গন্তব্য হয়ে ওঠে সকলের। তবে শীত পড়তে না পড়তেই শহর থেকে শহরতলিতে বিভিন্ন মেলা। এমনই এক মেলার স্বাদ নিতে হলে আসতে হবে বারাসাত সান সিটি মলে।

শুক্রবার (৩ নভেম্বর) বারাসাত সান সিটি মল ব্যাঙ্কোয়েট হলে দ্বিতীয় ফুড অ্যান্ড লাইফস্টাইল একজিবিশন কাম সেল- এর সূচনা হয়। এই মেলায় ফুড ও হস্তশিল্পের নানা পসরা নিয়ে উপস্থিত হন ৩০ জন।

‘সবলা’ আয়োজিত এই প্রদর্শনী ৩-৫ নভেম্বর দুপুর ১২টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে।

সংগঠনের কর্ণধার বৈশাখী ঘোষাল জানান, বিকেল ৪টেয় অঙ্কন প্রতিযোগিতা হয়।

মেলায় শুধু ঘুরে দেখা বা কেনাকাটা নয়, মঞ্চে থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান।

এর আনুষ্ঠানিক উদ্বোধনে উপস্থিত ছিলেন ইউকো ব্যাঙ্কের চিফ ম্যানেজার নবীন কুমার ঝা এবং লেখক ও সাংবাদিক নরেশ মণ্ডল।

দু’জনকে উত্তরীয় ও স্মারক দিয়ে সম্মানিত করেন বৈশাখী ঘোষাল। দুজনেই উদ্যোগকে সাফল্যমণ্ডিত করে তোলার আহ্বান জানান।

Related posts

এসআইআর স্থগিতের দাবি মুখ্যমন্ত্রীর, ‘পরিকল্পনাহীন ও বিপজ্জনক’ বলে নির্বাচন কমিশনকে চিঠি মমতার

বিহারে এনডিএর ঝড়ের পর দশমবার মুখ্যমন্ত্রীর আসনে নীতীশ, গান্ধী ময়দানে শক্তিপ্রদর্শনের মঞ্চ

বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপের ইঙ্গিত, বাড়ছে তাপমাত্রা—শীতের গতি থমকাল রাজ্যে