বিধ্বংসী ভূমিকম্পে নেপালে মৃত অন্তত ১২৮

কাঠমাণ্ডু: শুক্রবার রাতে ভূমিকম্পে কেঁপে ওঠে নেপাল। এখনও পর্যন্ত ১২৮ জনের মানুষের মৃত্যু হয়েছে বলে খবর। আহত ১০০-রও বেশি। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

৬.৪ রিখটার স্কেল মাত্রার এই ভূমিকম্পে বড়সড় ক্ষতির মুখে নেপাল। কম্পনের কেন্দ্র মাটি থেকে মাত্র ১০ কিলোমিটার নীচে ছিল। এই ভূমিকম্পের সবচেয়ে বেশি প্রভাব পড়েছে রুকুম জেলায়। সে জেলার প্রায় ৩৫ জনের মৃত্যু হয়েছে। একাধিক বাড়ি ধসে পড়েছে।

ভূমিকম্পের জেরে অধিকাংশ জেলাতেই বিদ্যুৎ পরিষেবা বিঘ্নিত হয়েছে। ফলে অন্ধকারে রাতে উদ্ধারকাজে বেগ পেতে হয়েছে প্রশাসনকে। একাধিক এলাকায় আফটারশকের জেরে ধস নেমেছে।

নেপালের এই ভূমিকম্পে বড়সড় প্রভাব পড়েছে ভারতেও। দিল্লি, উত্তরাখণ্ড, উত্তর প্রদেশ, বিহারেও এই ভূমিকম্প অনুভূত হয়েছে। মোট ৮০০ কিলোমিটার এলাকা জুড়ে কম্পন অনুভূত হয় শুক্রবার রাতে।

Related posts

চাকরি বাতিলের রায়ে সায়, তবে মন্ত্রীসভার বিরুদ্ধে তদন্তে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের

অবশেষে দেখা গেল বৃষ্টির সম্ভাবনা! কবে থেকে?

সাতসকালে বড়বাজারে বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ১০টি ইঞ্জিন