গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিসাধীন সাধন পাণ্ডে

ডেস্ক: গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিসাধীন সাধন পাণ্ডে।শ্বাসকষ্টজনিত সমস্যায় তাঁকে শুক্রবার ভর্তি করা হয় বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে । নিউমোনিয়া ধরা পড়েছে মন্ত্রী সাধন পাণ্ডের। শারীরিক অবস্থা অত্যন্ত সংকটজনক। ভেন্টিলেশনে রাখা হয়েছে তাঁকে।


 শারীরিক অসুস্থতা ছিলই। গতকাল অর্থাত্‍ শুক্রবার রাতে হৃদরোগে আক্রান্ত হন মন্ত্রী সাধন পাণ্ডে। যখন হাসপাতালে নিয়ে যাওয়া হয়, ততক্ষণে জ্ঞান হারিয়েছেন তিনি। এমনকী, রক্তচাপ শূন্যে নেমে গিয়েছিল। সিপিআর দিয়ে হৃদযন্ত্রকে সচল করেন চিকিত্‍সকরা।

আরও পড়ুন: প্রেস ক্লাব কলকাতার উদ্যোগে অরণ্য সপ্তাহ পালন

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, আইসিইউ-তে চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন তিনি ৷ সঙ্কটজনক হলেও প্রবীণ তৃণমূলনেতার শারীরিক অবস্থা স্থিতিশীল ৷ আইটিইউ-তে স্থানান্তরিত করা হয় তাঁকে। সাধন পাণ্ডের সিটি থোরাক্স করা হয়। কোভিড রিপোর্ট নেগেটিভ এসেছে। 
প্রসঙ্গত বিধানসভা নির্বাচনের ঠিক আগেই ফুসফুসের সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি ৷ সুস্থ হয়ে আবার ফিরে আসেন কাজে ৷

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক