অলিম্পিক্স ভিলেজে প্রথম কোভিড পজিটিভের খোঁজ মিলল

ডেস্ক: অলিম্পিক্সের সূচনা হতে আর মাত্র ৬ দিন বাকি। গেমস শুরু হওয়ার আগেই করোনার হানা। অলিম্পিক্স ভিলেজে প্রথম কোভিড পজিটিভ ব্যক্তির খোঁজ মিলল। 


মাস তাকায়া, অলিম্পিক আয়োজক সংস্থার মুখপাত্র এক সাংবাদিক সম্মেলনে জানান, ‘ভিলেজে একজন রয়েছে করোনা আক্রান্ত। এটাই ভিলেজে স্ক্রিন টেস্ট করার সময় ধরা পড়া প্রথম করোনা পজিটিভ কেস।’ যদিও এখনও করোনা আক্রান্ত ব্যক্তির নাম, পরিচয় বা তিনি কোন দলের সঙ্গে যুক্ত, সেইসব বিষয়ে কিছুই জানানো হয়নি।


সূত্রের খবর ইতিমধ্যেই এই আক্রান্ত ব্যক্তিকে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। চিকিৎসকদের একটি বড় দল তাঁর স্বাস্থ্য পর্যবেক্ষণ করছেন।

আরও পড়ুন: ইংল্যান্ড সফরে করোনা আক্রান্ত ২ ভারতীয় ক্রিকেটার


গত বছরই অলিম্পিক্স আয়োজনের কথা ছিল। তবে একাধিক বড় টুর্নামেন্টের মতো করোনা আবহে মেগা টুর্নামেন্টেও পিছিয়ে যায়। তবে খুব একটা লাভের লাভ কিছুই হয়নি। ইউরোপে করোনার প্রভাব কমলেও এশিয়ার বেশিরভাগ জায়গায় এখনও করোনার বাড়বাড়ন্ত অব্যাহত। 


এবছরও, অত্যন্ত কঠোর বিধিনিষেধ ও সতর্কতা অবলম্বন করে হচ্ছে এই গেমস। টোকিও অলিম্পিক গেমসের আয়োজক কমিটির প্রধান সিকো হাসিমোটো বলেন, যে কোনও কোভিড হানাকে রুখতে তৎপর আমরা। যদি কোনও ঘটনা ঘটেও থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা যথাযথ ব্যবস্থা নেব। 

Related posts

অবসর ঘোষণা সুনীল ছেত্রীর, আন্তর্জাতিক ফুটবলকে বিদায় কলকাতাতেই

ইতিহাস তৈরি করে এই প্রথমবার আইপিএল প্লে অফে পৌঁছল কেকেআর

লখনউকে হারিয়ে আইপিএলের পয়েন্ট তালিকার শীর্ষে কেকেআর, প্লে অফ কি নিশ্চিত?