134
কলকাতা: বিধানসভা নির্বাচনে যাঁরা ভালো কাজ করছেন, তাঁদের দায়িত্ব বাড়ছে। পুরভোটকে নজরে রেখে সংগঠনকে ঢেলে সাজাছেন তৃণমূলনেত্রী। যুব তৃণমূলের সভাপতির পদে আনা হল সায়নী ঘোষকে। বিধানসভা নির্বাচনে আসানসোল দক্ষিণ আসনে সায়নী পরাজিত হয়েছিলেন। কিন্তু আত্মবিশ্বাস এতটুকুও টালল খায়নি। এবার পরিশ্রমের স্বীকৃতি হিসেবে সায়নীকে যুব তৃণমূলের সভাপতির পদ দেওয়া হল।
আরও পড়ুন: যুব সভাপতি পদে ইস্তফা, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক
সূত্রের খবর, আপাতত অভিষেকের সঙ্গে আলোচনা করেই এই পদ সামলাতে বলা হয়েছে সায়নীকে। তাঁর মতো জনপ্রিয় মুখকে সাংগঠনিক পদে এনে তৃণমূলের যুবশক্তিকে আরও পোক্ত করতে চাওয়া হচ্ছে বলে রাজনৈতিক মহলের ধারণা।