কলকাতা: দলের সর্বভারতীয় স্তরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গুরুত্ব বাড়ানোর পাশাপাশি তৃণমূলে একগুচ্ছ বদল আনা হয়েছে। বৈঠক একাধিক ক্ষেত্রে রাজ্য নেতৃত্বের গুরুত্বপূর্ণ রদবদল হয়েছে। ওয়ার্কিং কমিটির বৈঠকে দলের নেতাদের কড়া বার্তা দেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দলীয় নেতৃত্বকে ভাবমূর্তি উজ্জ্বল রাখতে কড়া বার্তা দেন। মমতা বলেন, ভাবমূর্তি স্বচ্ছ রাখতে হবে।
এছাড়াও দলীয় তথা সাংগঠনিক শক্তি বৃদ্ধির লক্ষ্যে বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ দিনের বৈঠকে কোন কোন সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সাংবাদিকদের মুখোমুখি হয়ে তা জানালেন পার্থ চট্টোপাধ্যায়।
সাংগঠিনক রদবদল:
তৃণমূলের সর্বভারতীয় স্তরে গুরুত্ব বাড়ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক হচ্ছেন অভিষেক। সেক্ষেত্রে, তিনি আর যুব তৃণমূলের রাজ্য সভাপতি থাকছেন না। অভিষেকের জায়গায় যুব তৃণমূলের রাজ্য সভানেত্রী হচ্ছেন সায়নী ঘোষ। সর্বভারতীয় মহিলা সংগঠনের সভানেত্রী হচ্ছেন কাকলি ঘোষ দস্তিদার। পাশাপাশি, বঙ্গ জননী বাহিনীর দায়িত্ব দেওয়া হয়েছে মালা রায়কে। তৃণমূলের কালচারাল সেলের প্রধান হচ্ছেন রাজ চক্রবর্তী।
শ্রমিক সংগঠনের রাজ্য সভাপতি হচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের সর্বভারতীয় শ্রমিক সংগঠনের সভানেত্রী হচ্ছেন দোলা সেন। কৃষক সংগঠনের রাজ্য সভাপতি হতে চলেছেন পূর্ণেন্দু বসু। রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক হলেন কুণাল ঘোষ। এছাড়া, ৮টি জেলার রাজ্য সভাপতির রদবদল ঘটেছে বলে সূত্রের খবর।
আরও পড়ুন: যুব সভাপতি পদে ইস্তফা, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক
তৃণমূলে এক ব্যক্তি এক পদ নীতি:
বৈঠকের পর পার্থ চট্টোপাধ্যায় বলেন, ‘তৃণমূলে এক ব্যক্তি এক পদ নীতি কার্যকর হয়েছে। বাংলার বাইরেও সংগঠন শক্তিশালী করার লক্ষ্যে কাজ করবে তৃণমূল। বিভিন্ন রাজ্যে তৃণমূল কংগ্রেসের বিস্তারের লক্ষ্যে কাজ করবেন সাংসদরা। মমতা বন্দ্যোপাধ্যায়ের দৃঢ় নেতৃত্বকে কুর্নিশ জানিয়েছে দল।’
ভ্যাকসিন:
বিনামূল্যে ভ্যাকসিনে জন্য দল হিসেবে আবেদন জানানো হবে কেন্দ্রের কাছে। সাংবাদিক বৈঠকে এ কথা জানিয়েছেন পার্থ চট্টোপাধ্যায়।