শ্বাসনালি ও ফুসফুসের সংক্রমণ নিয়ে আইসিইউ-তে ভর্তি সাহিত্যিক সমরেশ মজুমদার, গঠন করা হল মেডিকেল বোর্ড

ডেস্ক: শ্বাসনালীতে সংক্রমণ নিয়ে গতকাল রাতে হাসপাতালে ভর্তি হয়েছেন সাহিত্যিক সমরেশ মজুমদার। বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে এই মুহূর্তে চিকিৎসাধীন তিনি।


শ্বাসনালীতে সংক্রমণ থাকায় শ্বাসকষ্ট জনিত সমস্যা হচ্ছিল তাঁর। তাঁর বুকের এক্স-রে, সিটি স্ক্যান সহ একাধিক রক্ত পরীক্ষা করানো হয়েছে বলে চিকিৎসক সূত্রে খবর। ফুসফুস ও শ্বাসনালীতে গুরুতর সংক্রমণ ধরা পড়েছে। সমরেশ মজুমদারের চিকিৎসায় তিন চিকিৎসকের একটি মেডিক্যাল বোর্ডও গঠন করা হয়েছে। পাশাপাশি তাঁর কোভিড পরীক্ষার জন্য রিপোর্টও পাঠানো হয়। ইতিমধ্যে পাওয়া খবর অনুযায়ী তাঁর কোভিড রিপোর্ট নেগেটিভ এসেছে।

আরও পড়ুন: মৃতের সংখ্যা ফের চার হাজার, দৈনিক আক্রান্তের সংখ্যা ৭০ দিনে সর্বনিম্ন

৭৯ বছরের সাহিত্যিকের অসুস্থ হওয়ার খবরে যথেষ্ট চিন্তিত বিভিন্ন মহল। তাঁর একাধিক গুণমুগ্ধ থেকে সাধারণ মানুষ সকলেই সমরেশ মজুমদারের দ্রুত আরোগ্য কামনা করছেন।

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক