রাজ্যে এখনই নয় স্কুল, কলকাতা হাইকোর্টে জানাল সরকার

রাজ্যের বুকে প্রায় সব কিছুই খোলা রয়েছে, শুধু বন্ধ রয়েছে স্কুল ও কলেজ। বন্ধ রয়েছে পঠন পাঠন। আর এরই প্রতিবাদে মুখর হয়েছে একাধিক প্রতিষ্ঠান এবং সংগঠন।

শুধু প্রতিবাদে সোচ্চার হওয়াই নয়, ইতিমধ্যেই এই দাবি জানিয়ে কলকাতা হাইকোর্টে দায়ের হয়ে গিয়েছে একাধিক জনস্বার্থ মামলা। শুক্রবার এই সব জনস্বার্থের মামলার শুনানিতে আদালতে প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ জানতে চায় রাজ্যের মতামত।

এদিন মামলাকারীদের আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য করোনা সংক্রান্ত বিধিনিষেধ মেনে শিক্ষা প্রতিষ্ঠান চালু করার পক্ষে সওয়াল করেন।

রাজ্যের তরফে অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় আদালতে জানান, রাজ্য সরকারও স্কুল কলেজ খুলতে আগ্রহী। কিন্তু, যদি এখনই স্কুল খুলে দেওয়ার পরে কোন সমস্যা দেখা দেয়, তার দায়িত্ব রাজ্যের। ৩ জানুয়ারি পর্যন্ত রাজ্যে ১৫ থেকে ১৮ বছর বয়সী পড়ুয়াদের ৭৪ শতাংশ কোভিড ভ্যাকসিনের প্রথম ডোজ পেয়েছে। এই পরিসংখ্যানটা ৮৫ শতাংশ হয়ে যাওয়ার পর রাজ্য স্কুল খুলতে চায়।

Related posts

হুগলির ধনিয়াখালিতে বিক্ষোভের মুখে লকেট, অশান্ত পরিস্থিতি

ভোট চলাকালীন ঝেঁপে বৃষ্টি, ছাতা মাথায় ভিড় ভোটারদের

দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝেঁপে বৃষ্টি, জারি কমলা সতর্কতা