ওয়েবডেস্ক : ১২ ফেব্রুয়ারি থেকে স্বাস্থ্যবিধি অনুযায়ী শুরু হবে স্কুল। তবে প্রত্যেককে ব্যবহার করতে হবে মাস্ক, স্যানিটাইজার। ঘোষণা শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের।
মঙ্গলবার বিকেলে সাংবাদিক বৈঠক করেন রাজ্যের শিক্ষামন্ত্রী। সেখানেই তিনি জানান, আগামী ১২ ফেব্রুয়ারি থেকে খুলবে স্কুল। আপাতত নবম থেকে দ্বাদশ শ্রেণির ক্লাস শুরু হবে। তার নীচের স্তরে কবে থেকে ক্লাস হবে তা নিয়ে যদিও কোনও মন্তব্য করেননি তিনি।
৩ ফেব্রুয়ারি শিক্ষাপ্রতিষ্ঠান খোলা ও স্বাস্থ্যবিধি নিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে বৈঠক করবেন পার্থ চট্টোপাধ্যায়। কলেজ-বিশ্ববিদ্যালয় খোলার ব্যাপারে সেখানে আলোচনা হবে। সেই মতো সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন পার্থবাবু।
আরও পড়ুন : ভোটের সময় বলে চা বাগান খুলবে, ভোটের পর পালিয়ে যায়, ফালাকাটায় মুখ্যমন্ত্রীর নিশানায় বিজেপি
গত ডিসেম্বর থেকেই শিক্ষামন্ত্রী একাধিক বার স্কুল খোলার বিষয়ে রাজ্যের ভাবনার কথা বলেছেন। গত জানুয়ারি মাসেও তিনি সংক্রমণের কথা মনে করিয়ে স্কুল খোলার বিষয়ে রাজ্যের ‘খেয়াল আছে’ বলে মন্তব্য করেছিলেন। তিনি জানিয়েছিলেন, সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোয় স্যানিটাইজেশনের কাজ চলছে। স্কুল বন্ধ থাকলেও, রাজ্য যে পঠনপাঠন বন্ধ করেনি, সে কথাও জানিয়েছিলেন তিনি।
অনলাইন ক্লাস, ফোন, টিভি মারফত পঠনপাঠন চলছিল। পরীক্ষাও হচ্ছিল। শিক্ষামন্ত্রী সেই সময় বলেছিলেন, ‘‘স্কুল কলেজ খুললেই হবে না। ছাত্রছাত্রীরা যাতে আক্রান্ত না হয়, সে ব্যাপারেও খেয়াল রাখতে হবে। ইতিমধ্যেই অনেক রাজ্যে স্কুল খোলা হয়েছিল। কিন্তু সংক্রমণ ছড়ানোয় ফের তা বন্ধ করে দিতে হয়েছে।’’
স্কুল খোলার ঘোষণার পাশাপাশি এদিন রাজনীতি নিয়েও আলোচনা করেন পার্থ চট্টোপাধ্যায়। নাম না করেই আক্রমণ করেন রাজীব, শুভেন্দু-সহ দলত্যাগীদের। পাশাপাশি ইঙ্গিতে বুঝিয়ে দেন, তাঁদের কোনও গুরুত্বই নেই।