কলকাতা: শিয়ালদহ মেন ও উত্তরশাখায় যাত্রীদের ভোগান্তি চরমে গত দু’দিন ধরে। প্ল্যাটফর্ম সম্প্রসারণের কাজের জন্য বন্ধ শিয়ালদহ স্টেশনের ৫টি প্ল্যাটফর্ম। বন্ধ ১ থেকে ৫ নম্বর প্ল্যাটফর্ম। বাতিল বহু লোকাল, শতাধিক ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে। কবে স্বাভাবিক হবে এই পরিস্থিতি?
শিয়ালদহের ডিআরএম অফিস সূত্রে শনিবার রাতে জানা গিয়েছে, যে গতিতে চলছে কাজ, তাতে সব মিটতে রবিবার দুপুর পেরিয়ে যাবে। তার পরেই স্বাভাবিক ভাবে ট্রেন চলাচল করবে। বলে রাখা ভালো, এর আগেও পূর্ব রেল কর্তৃপক্ষ জানিয়েছিলেন, রবিবারই শিয়ালদহের নির্ধারিত কাজ শেষ হয়ে যাবে। তার পরেই স্বাভাবিক হবে পরিষেবা। কর্তৃপক্ষের মতে, রবিবার দুপুরে কাজ শেষ হলেও পরিষেবা স্বাভাবিক হতে হতে সোমবার সকাল পেরিয়ে যেতে পারে বলে অনুমান ।
প্রসঙ্গত, শিয়ালদহ মেন লাইনে এবং বনগাঁ শাখায় গত দু’দিন জুড়ে চূড়ান্ত বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যে পড়তে হয়েছে রেল যাত্রীদের। অন্য দিকে, রেলের তরফে ইতিমধ্যে একটি বিবৃতিতে জানানো হয়েছে, শিয়ালদা স্টেশনে গুরুত্বপূর্ণ পরিকাঠামোগত উন্নয়নমূলক কাজ ইতিমধ্যে দ্বিতীয় পর্যায়ে প্রবেশ করেছে। ইঞ্জিনিয়ারিং, বিদ্যুৎ, সিগন্যাল সহ অপারেশনাল একাধিক বিভাগ দ্রুততার সঙ্গে কাজ করছে।