কলকাতা: নন-ইন্টারলকিংয়ের কাজের জন্য শিয়ালদহ মেইন শাখায় বহু লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। যার জেরে শনিবার সকাল থেকে চরম বিপাকে যাত্রীরা। নৈহাটি ও কল্যাণী স্টেশনের মধ্যে থার্ড লাইন ও স্বয়ংক্রিয় সিগন্যাল ব্যবস্থা নির্মাণ কাজের জন্য একাধিক ট্রেন বাতিল করা হয়েছে। জানা গিয়েছে, আগামী মঙ্গলবার পর্যন্ত বাতিল থাকবে বহু লোকাল ট্রেন।
অভিযোগ, শুক্রবার থেকে শিয়ালদহ শাখায় প্রায় প্রতিটি ট্রেন কমবেশি তিন-চার ঘণ্টা দেরিতে চলছে। একঘণ্টার রাস্তা যেতে ছ’ঘণ্টা ট্রেনে ঠায় বসে থাকছেন যাত্রীরা। এমনকী, উল্টোডাঙা স্টেশন থেকে উঠে কাঁচরাপাড়া, কল্যাণী পৌঁছতে ভোর পাঁচটাও বেজে গিয়েছে অনেকের। এদিনও প্রারম্ভিক স্টেশন থেকে অনেক ট্রেন দেরিতে ছেড়েছে বলে খবর।
সূত্রের খবর, রবিবার ২৫ জোড়া লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। সোমবারও ২৬ জোড়া লোকাল ট্রেন বাতিল। ২৫ জোড়া ট্রেন বাতিল রয়েছে মঙ্গলবারও। ফলে সাধারণ যাত্রীদের ভোগান্তি অব্যাহত থাকবে।
তা ছাড়া, আগামী মঙ্গলবার শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক। পরীক্ষার্থীদের জন্য বাড়তি স্টপ দেওয়ার কথা ঘোষণা করেছে পূর্ব রেল। কিন্তু বিপুল সংখ্যক ট্রেন বাতিলের মধ্যে সেই ব্যবস্থা কার্যকর হওয়া নিয়ে সংশয় চরমে। এমনকী সময়ে পরীক্ষাকেন্দ্রে পৌঁছনো নিয়েও দুশ্চিন্তা বাড়ছে পরীক্ষার্থীদের মধ্যে। ইতিমধ্যে ট্রেন বিভ্রাটের কারণে চাকদহ থানার উদ্যোগে হাই মাদ্রাসা পরীক্ষার্থীদের জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে বলে খবর।