Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
বইমেলা উপলক্ষে রবিবারও চলবে শিয়ালদহ-সেক্টর ফাইভ মেট্রো - NewsOnly24

বইমেলা উপলক্ষে রবিবারও চলবে শিয়ালদহ-সেক্টর ফাইভ মেট্রো

কলকাতা: বইমেলার দর্শনার্থীদের সুবিধার জন্য রবিবারও চলবে শিয়ালদহ-সেক্টর ফাইভ মেট্রো পরিষেবা। ২৯ জানুয়ারি থেকে শুরু হওয়া ৪৮তম কলকাতা আন্তর্জাতিক বইমেলা উপলক্ষে ২ ও ৯ ফেব্রুয়ারি, এই দুই রবিবার দুপুর ২:১৫ থেকে রাত ৯:৪০ পর্যন্ত ১২ মিনিট অন্তর মেট্রো চলবে। শিয়ালদহ থেকে শেষ মেট্রো ছাড়বে রাত ৯:৩৫-এ এবং সেক্টর ফাইভ থেকে ৯:৪০-এ।

এদিকে, শনিবার বইমেলা প্রাঙ্গণে নিরাপত্তা সংক্রান্ত উচ্চপর্যায়ের বৈঠক হয়েছে। বিধাননগর পুলিশ কমিশনার মুকেশ কুমার জানিয়েছেন, মেলা চত্বরে সিসিটিভি নজরদারি ও নিরাপত্তা বলয় আরও জোরদার করা হবে। দমকলমন্ত্রী সুজিত বসু জানিয়েছেন, অগ্নিনির্বাপণ ব্যবস্থাও শক্তিশালী করা হয়েছে, মোতায়েন থাকছে ১২টি মোটরবাইক ফায়ার টিম ও অত্যাধুনিক ফায়ার রোবট।

২৮ জানুয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। বইপ্রেমীদের জন্য এবার আরও বেশি সুবিধা নিশ্চিত করতে কাজ করছে প্রশাসন।

Related posts

‘পাল্টাবেন আপনারা’, মোদীর ‘বাংলায় সরকার’ পাল্টানোর স্লোগানের পাল্টা অভিষেক

বন্দে ভারত স্লিপার ও অমৃত ভারত ২ -এ শুধুই কনফার্ম টিকিট ভ্রমণ করা যাবে

গীতাপাঠের নামে কলেজে ৪০ হাজার টাকার চাঁদার বিল! টাকা দেওয়া যাবে না, নির্দেশ মন্ত্রী বিরবাহার,