বইমেলা উপলক্ষে রবিবারও চলবে শিয়ালদহ-সেক্টর ফাইভ মেট্রো

কলকাতা: বইমেলার দর্শনার্থীদের সুবিধার জন্য রবিবারও চলবে শিয়ালদহ-সেক্টর ফাইভ মেট্রো পরিষেবা। ২৯ জানুয়ারি থেকে শুরু হওয়া ৪৮তম কলকাতা আন্তর্জাতিক বইমেলা উপলক্ষে ২ ও ৯ ফেব্রুয়ারি, এই দুই রবিবার দুপুর ২:১৫ থেকে রাত ৯:৪০ পর্যন্ত ১২ মিনিট অন্তর মেট্রো চলবে। শিয়ালদহ থেকে শেষ মেট্রো ছাড়বে রাত ৯:৩৫-এ এবং সেক্টর ফাইভ থেকে ৯:৪০-এ।

এদিকে, শনিবার বইমেলা প্রাঙ্গণে নিরাপত্তা সংক্রান্ত উচ্চপর্যায়ের বৈঠক হয়েছে। বিধাননগর পুলিশ কমিশনার মুকেশ কুমার জানিয়েছেন, মেলা চত্বরে সিসিটিভি নজরদারি ও নিরাপত্তা বলয় আরও জোরদার করা হবে। দমকলমন্ত্রী সুজিত বসু জানিয়েছেন, অগ্নিনির্বাপণ ব্যবস্থাও শক্তিশালী করা হয়েছে, মোতায়েন থাকছে ১২টি মোটরবাইক ফায়ার টিম ও অত্যাধুনিক ফায়ার রোবট।

২৮ জানুয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। বইপ্রেমীদের জন্য এবার আরও বেশি সুবিধা নিশ্চিত করতে কাজ করছে প্রশাসন।

Related posts

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন