ডেস্ক: সকালে ঘনিয়েছে এসেছে আঁধার, রবিবারের মতো আজ ও তুমুল বৃষ্টিতে ভাসবে কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলা। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা যাচ্ছে, আজ দিনভর রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারী বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে।
দক্ষিণবঙ্গে দুই ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, দুই মেদিনীপুর, দুই বর্ধমান, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদে যেমন বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। তেমনি উত্তরবঙ্গে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পং, দুই দিনাজপুর, মালদাতেও হতে পারে বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি বা হালকা ভারী বৃষ্টি।
আরও পড়ুন: করোনা আবহে অভিনেত্রী সুপর্ণা কুমার পাঁচ হাজার অসহায় মানুষের পাশে দাঁড়ালেন
পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ বুধবার সকাল পর্যন্ত দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হবে। তবে এর মধ্যে ভারী বৃষ্টি হতে পারে, আলিপুরদুয়ার এবং কোচবিহারে। আপাতত দিনের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না বলে জানানো হয়েছে।