Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
শারদ সেরা শিরোপা ২০২২: প্রকাশ্যে এল পোস্টার, ব্যানার - NewsOnly24

শারদ সেরা শিরোপা ২০২২: প্রকাশ্যে এল পোস্টার, ব্যানার

সাধনা দাস বসু: কলকাতা ও পাশ্ববর্তী এলাকার সেরা ১০টি দুর্গাপুজোকে ফ্রেন্ডস মিডিয়া অ্যান্ড এন্টারটেইনমেন্ট প্রাইভেট লিমিটেড এবং ইনার আই, এ বছর দিতে চলেছে “শারদ সেরা শিরোপা ২০২২”।

বুধবার (২১ সেপ্টেম্বর) কলকাতা প্রেস ক্লাবে “শারদ সেরা শিরোপা ২০২২”-এর পোস্টারের উদ্বোধন করা হল। এই পোস্টার বা ব্যানারগুলি প্রদর্শিত হবে শহরের বিভিন্ন পুজো মণ্ডপে। বিচারকদের বিচারে একশোটি অংশগ্রহণকারী পুজো মণ্ডপ থেকে সেরা ১০টি পুজোকে বেছে নিয়ে পুরস্কার দেওয়া হবে। বিচারক মণ্ডলীতে থাকবেন সমাজের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিত্ব।

যে ১০টি বিষয়ে পুরস্কার দেওয়া হবে সেগুলি হল – শ্রেষ্ঠ পুজো, শ্রেষ্ঠ উপস্থাপনা, সেরা মণ্ডপ , সেরা প্রতিমা, নব উদ্ভাবন, সেরা পরিবেশবান্ধব পুজো, বাংলা সংস্কৃতি, নব দিগন্ত, সেরা ব্যবস্থাপনা এবং সমাজ সচেতনতা।

কলকাতা প্রেস ক্লাবে পোস্টার প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট তালবাদ্য শিল্পী ও সুরকার মল্লার ঘোষ, প্রযোজক রাজিব গোলচা, বিভেলের অপারেশন হেড সুরজিৎ সরকার এবং ম্যানেজার চৈতালি দাস, লেখক এবং সমাজকর্মী অনির্বাণ মিত্র , ইনার আই-এর ম্যানেজিং ডিরেক্টর স্বস্তিকা রায়, ফ্রেন্ডস মিডিয়া অ্যান্ড এন্টারটেইনমেন্ট প্রাইভেট লিমিটেডের অধিকর্তা জেএম নাথ এবং শুভজিৎ বোস, সাংস্কৃতিক ব্যক্তিত্ব কুণাল সাহা প্রমুখ।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, এই প্রতিযোগিতায় কোনো এন্ট্রি ফি থাকছে না। ১০০টা পুজো থেকে প্রাথমিক পর্যায়ে ৩০টি এবং সেখান থেকে ১০টি সেরা পুজাকে তাঁরা পুরস্কারের জন্য বেছে নেবেন।

Related posts

এসআইআর মাঝেই তৃণমূলের মেগা বৈঠক সোমবার, অভিষেকের নেতৃত্বে সাংসদ–বিধায়কদের পারফরম্যান্স রিভিউ

নবম–দশমের শিক্ষক নিয়োগের ফলপ্রকাশ পিছোল, আগামী সপ্তাহে প্রকাশের সম্ভাবনা

বঙ্গ ভোটের প্রস্তুতি শুরু: এসআইআর পর্বেই ইভিএম চেকিং ও প্রশিক্ষণ, আজ বিশেষ বৈঠকে কমিশন