শিবসেনা বিজেপির সঙ্গে থেকে ২৫ বছর নষ্ট করেছে, মন্তব্য মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের

একটা সময় ছিল, যখন বিজেপির সঙ্গে প্রায় অঙ্গাঙ্গিভাবে উচ্চারিত হত জোট সঙ্গী শিবসেনার নাম। শিবসেনাকে তখন অভিহিত করা হত উগ্র হিন্দুতববাদী দল হিসেবে। সেই শিবসেনা ছিন্ন করেছে বিজেপির সঙ্গে যাবতীয় সম্পর্ক। বিজেপির সঙ্গে সেই মধুচন্দ্রিমা শেষ এর পর কেটে গিয়েছে অনেকটা সময়।

বর্তমান মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী এবং শিবসেনার সভাপতি উদ্ধব ঠাকরে রবিবার বিজেপির কড়া সমালোচনা করে তিনি বলেন, “এখনও আমি বিশ্বাস করি যে শিবসেনা বিজেপির সাথে জোট করে মূল্যবান ২৫ বছর নষ্ট করেছে।”

প্রসঙ্গত, শিবসেনা দলের প্রতিষ্ঠাতা এবং তাঁর বাবা বাল ঠাকরের ৯৬তম জন্মবার্ষিকীতে শিবসেনা সৈনিকদের সম্বোধন করে এমন মন্তব্য করেন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। তিনি আরও বলেন যে, বিজেপির হিন্দুত্ব শুধুমাত্র ক্ষমতার জন্যই ব্যবহার করে।

উল্লেখ্য, ২০১৯ সালে মহারাষ্ট্র নির্বাচনের পরে শিবসেনা বিজেপি জোট থেকে পৃথক হয়ে গিয়েছিলো। তারপর মহারাষ্ট্রে সরকার গঠনের জন্য এনসিপি এবং কংগ্রেসের সম্মিলিত ভাবে মহা বিকাশ আঘাদি এক মজবুত জোট বাঁধে। এই জোটের মাধ্যমে মহারাষ্ট্রে সরকার গঠন করে শিবসেনা দল।

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক