সংবাদ মাধ্যমের সামনে বিস্ফোরক জয়প্রকাশ-রীতেশ, ক্ষোভ উগরে দিলেন বিজেপি নেতৃত্বের বিরুদ্ধে

দলবিরোধী মন্তব্যের জেরে বিজেপির দুই নেতা জয়প্রকাশ-রীতেশকে দল থেকে শোকজ ও সাময়িক বরখাস্ত করেছে রাজ্য বিজেপি নেতৃত্ব। এই ঘটনার জেরে তোলপাড় শুরু হয়েছে রাজ্য-রাজনীতিতে।

এই বিষয়কে কেন্দ্র করে মঙ্গলবার কলকাতা প্রেস ক্লাবে প্রায় বোমা ফাটালেন বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার। এদিন সংবাদ মাধ্যমের সঙ্গে কথা প্রসঙ্গে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বকে প্রায় তুলোধোনা করেন।

একইসঙ্গে বিজেপি নেতাদের তুলোধোনা করবার পাশাপাশি ভুয়সী প্রশংসা করতে দেখা গেল বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূলনেত্রী মমতা বন্দ্যপাধ্যায় এর।

রবিবার শোকজের পর সোমবার দুই নেতা জয়প্রকাশ মজুমদার ও রীতেশ তিওয়ারিকে সাময়িক বরখাস্ত করেছে বিজেপি। এই ঘটনার পর মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হলেন জয়প্রকাশ মজুমদার। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশ্বের অন্যতম সেরা ফুটবলার মেসির সঙ্গে তুলনাও করেন তিনি। পাশাপাশি বিজেপির রণকৌশল নিয়ে একাধিক প্রশ্ন তোলেন জয়প্রকাশ মজুমদার।

বরখাস্ত হওয়া আর এক বিজেপি নেতা রিতেশ তেওয়ারির মন্তব্য, তিনি কোনোভাবেই দল বিরোধী কোনও মন্তব্য করেননি। এটা তাঁদের বিরুদ্ধে একটা পরিকল্পিত চক্রান্ত বলেও মন্তব্য করেন রিতেশ।

Related posts

ফের শুরু হতে চলেছে বৃষ্টি-পর্ব, চলবে কত দিন

রামকৃষ্ণ মিশন এবং ভারত সেবাশ্রম সঙ্ঘের একাংশ সরাসরি রাজনীতি করছে, ক্ষোভ মমতার

আন্তর্জাতিক মিউজিয়াম দিবসে কলকাতা জাদুঘর জমজমাট সাধারণ মানুষের ভিড়