কলকাতায় আবার চলল গুলি, দেদার বোমাবাজি! উত্তপ্ত তিলজলা

শুক্রবার রিজেন্ট পার্কের পর শনিবারও শহর কলকাতায় ঘটল শুটআউট। এবার তিলজলায় চলল গুলি। দোলের দুপুরে রিজেন্ট পার্কে গুলি চালানোর অভিযোগ উঠেছিল। এবার তিলজলায় ঘটল একই ঘটনার পুনরাবৃত্তি।

জানা গিয়েছে, চপারের আঘাতে জখম হন এক যুবক। শনিবার সকালের এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়ায়। ঘটনাস্থলে মোতায়েন তিলজলা থানার বিশাল পুলিশবাহিনী। অভিযোগ, তিলজলার দাড়িখানা মোড় এলাকায় এদিন সকালে গুলি চলে। একইসঙ্গে বোমাবাজির শব্দেও কাঁপতে থাকে এলাকা। জানা যাচ্ছে, জখম ব্যক্তি পেশায় ট্যাক্সিচালক। টাকা নিয়ে বচসার জেরেই এই ঘটনা বলেও জানা যাচ্ছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

জানা গিয়েছে, জখম যুবক রাজু রায় একজন ট্যাক্সি চালক। রাজুর পরিবারের দাবি, শুক্রবার রাতে স্থানীয় তিন যুবক রাজুর কাছে টাকা চেয়েছিল। টাকা দিতে রাজি না হওয়ায় ঝামেলার সূত্রপাত। এরপর শনিবার সকালে ওই তিন যুবক আচমকা রাজুর উপর হামলা চালায়।

রাজুকে প্রথমে চপার দিয়ে মারা হয়, তারপর গুলি চালানো হয় বলে অভিযোগ। একইসঙ্গে এলাকায় মুড়ি মুড়কির মতো বোমাবাজিও শুরু হয়।

Related posts

বিশ্ব বাংলা শারদ সম্মান ২০২৫ ঘোষণা, কারা পেল কোন পুরস্কার?

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে