ওয়েবডেস্কঃ দক্ষিণ কলকাতার কালীঘাট ও বাঘাযতীন সেতু মেরামতির সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার । এর জন্য রাজ্য পুর ও নগর উন্নয়ন দপ্তর দরপত্র আহবান করেছে। দপ্তর সূত্রে খবর, যান চলাচল সচল রেখেই এই দুই সেতুর মেরামতির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী বছরের মার্চ মাস থেকেই মেরামতির কাজ শুরু হতে পারে। কালীঘাট সেতু মেরামতির জন্য ছয় মাস ও বাঘাযতীন সেতুর সম্পূর্ণ মেরামতি করতে এক বছর সময় লাগতে পারে। কালীঘাট সেতুর জন্য প্রায় ১ কোটি ২০ লক্ষ ও বাঘাযতীন সেতুর জন্য প্রায় ৪২ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বলে পুর ও নগর উন্নয়ন দপ্তর সূত্রে জানা গেছে।
উল্লেখ্য, মাঝেরহাট সেতু ভেঙে যাওয়ার পর রাজ্য সরকার গঠিত সেতু বিশেষজ্ঞ কমিটি শহরের উড়ালপুলগুলির স্বাস্থ্যপরীক্ষা করে এই দুই সেতুর পাশাপাশি চিংড়িহাটা, বিদ্যাপতি, বিজন সেতু, চেতলা ব্রিজ, অরবিন্দ সেতু ও উল্টোডাঙ্গা সেতু মেরামতির সুপারিশ করে।