ব্রেনের এমআরআই হবে মদন মিত্রের, পিচোচ্ছে কাঁধের অস্ত্রোপচার

কলকাতা: মদন মিত্রর শারীরিক অবস্থার আর অবনতি না হলেও উন্নতিও বিশেষ হয়নি। এসএসকেএম হাসপাতাল সূত্রে খবর, রাজ্যের প্রাক্তন পরিবহণমন্ত্রীর রক্তচাপ ওঠানামা করছে। ফলে কাঁধের হাড়ের চোট সারাতে যে অস্ত্রোপচার হওয়ার কথা, তা এখনই করা যাবে না বলেই জানা গিয়েছে।

তাঁর চিকিৎসার জন্য একটি মেডিকেল টিম ইতিমধ্যে গঠন করা হয়েছে। তাঁরা ঠিক করেছেন যে মদন মিত্রর ব্রেনের এমআরআই-ও করবেন। কিন্তু অবস্থার উন্নতি না হলে তা সম্ভব হচ্ছে না। এমনকি তাঁর বাম কাঁধে অস্ত্রোপচারও একই কারণে আরও পিছিয়ে যেতে পারে।

গত ৪ ডিসেম্বর ফুসফুসের সংক্রমণ নিয়ে এসএসকেএম হাসপাতালের উডবার্নে ভর্তি হন মদন মিত্র। এরপর ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছিলেন তিনি। কিন্তু, গত বৃহস্পতিবার রাতে আচমকাই তাঁর রক্তচাপ বেড়ে যায়। শুরু হয় খিঁচুনিও। এই পরিস্থিতিতে অসুস্থতার মধ্যেই হাসপাতালের বেড থেকে হঠাৎ নীচে পড়ে যান মদন মিত্র। আর তার জেরে বিধায়কের কাঁধের হাড় ভেঙে গিয়েছে বলে সূত্রের খবর।

শুক্রবার কাঁধের এক্স-রে করা হয়। এক্স-রে করে দেখা যায়, মদন মিত্রের অস্ত্রোপচার করা দরকার। জানা গিয়েছিল, আগামী সোমবার তৃণমূল কংগ্রেস বিধায়কের কাঁধে অস্ত্রোপচার করা হতে পারে। কিন্তু তাঁর শারীরিক অবস্থার উন্নতি না হলে কাঁধে অস্ত্রোপচার আরও পিছিয়ে যেতে পারে। সূত্রের খবর, শারীরিক অবস্থা ততটা ভাল না থাকায় এখনই তা করা হচ্ছে না বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। তবে পরিস্থিতির দিকে নজর রাখছেন চিকিৎসকেরা। অবস্থান উন্নতি হলে যত দ্রুত সম্ভব কাঁধের অস্ত্রোপচারের দিকটিতেও গুরুত্ব দেওয়া হচ্ছে।

Related posts

রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতহানির অভিযোগ! চন্দ্রিমা ভট্টাচার্যের নেতৃত্বে পথে তৃণমূল মহিলা কংগ্রেস

মালদহে দেবের হেলিকপ্টারে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন তারকা অভিনেতা

নির্বাচনী সভা থেকে ‘চাকরিহারা’দের বড়সড় আশ্বাস প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর