খালি চেয়ার দেখিয়ে বলছে আমরা যাইনি, বৈঠক বিতর্ক প্রসঙ্গে বললেন মমতা

ডেস্ক : শুক্রবার কলাইকুন্ডায় প্রধানমন্ত্রীর বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়ের যোগ না দেওয়া দিয়ে বিতর্ক তৈরি হয়েছে। শনিবার নবান্নের সাংবাদিক বৈঠকে তার জবাব দিলেন মুখ্যমন্ত্রী।

ওই বৈঠকের প্রসঙ্গে তুলে এদিন সাংবাদিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘ কাল পৌঁছে যাওয়ার পরেও আমাদের বসিয়ে রাখা হয়েছিল। খালি চেয়ারের ছবি দেখিয়ে বলছে আমরা সময়মতো যায়নি। ’’

মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘‘ আমাদের কোনো ফোটোগ্রাফার ছিল না, যা করার ওরাই করেছে।’’

আলাপন বন্দ্যোপাধ্যায়ের বদলি নিয়েও কেন্দ্রকে তোপ

মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের বদলি নিয়েও এদিন কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগেন মমতা। তিনি বলেন, ‘‘ বাংলায় বিধানসভা নির্বাচনে হার হয়েছে তাই কি প্রতিহিংসার রাজনীতি করা হচ্ছে। কেন্দ্রে তরফে আমার প্রশাসনকে, আমার মুখ্যসচিবকে ডিসটার্ব করা হচ্ছে। ’’

তিনি আরও বলেন, ‘‘ রাজনৈতিক উদ্দেশ্য নিয়েই মুখ্যসচিবের বিরুদ্ধে পদক্ষেপ নিচ্ছে কেন্দ্রীয় সরকার। আলাপন বন্দ্যোপাধ্যায় একজন বাঙালি অফিসার বলেই কি এতো রাগ। আমি বাঙালি, অবাঙালি করতে চান। বাংলার উপর কেন এতো রাগ।’’

Related posts

মাধ্যমিকের মেধা তালিকার প্রথম দশে ৫৭, কোন স্কুলের কে পেল স্থান? রইল সম্পূর্ণ তালিকা

মাধ্যমিকে পাশের হার ৮৩.৩১ শতাংশ, ছেলেদের টেক্কা দিল মেয়েরা

আজ মাধ্যমিকের ফলাফল, কখন থেকে কোথায় কী ভাবে দেখা যাবে?