মুকুল রায়ের বিধায়ক পদ খারিজের দাবিতে বিধানসভার অধ্যক্ষকে চিঠি দিলেন শুভেন্দু

ডেস্ক: মুকুল রায়ের বিধায়ক পদ খারিজের দাবিতে বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে লেখা হল চিঠি। এই চিঠি জমা পড়েছে বিধানসভার সচিবালয়ে। চিঠিতে উল্লেখ করা হয়েছে, যেহেতু বিজেপি বিধায়ক হয়েও প্রকাশ্যে অন্য দলে যোগ দিয়েছেন মুকুল রায়, তাই তাঁর বিধায়ক পদ খারিজ করা হোক।


শুক্রবার বিধানসভায় বিজেপির চিফ হুইপ মনোজ টিগ্গা চিঠিটি অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে জমা দেন। বৃহস্পতিবার অধ্যক্ষ না থাকায় শুক্রবার মুকুল রায়ের বিধায়ক পদ খারিজের দাবিতে চিঠি দিল বিজেপি। ৬৪ পাতার একটি চিঠি জমা দিয়েছেন তিনি। যদিও বিধানসভার অধ্যক্ষ বলেছেন, এখনও চিঠি হাতে পাইনি। 


ওই চিঠিতে মুকুল রায়ের বিধায়ক পদ খারিজের আবেদনের পক্ষে যুক্তি দেওয়া হয়েছে। দ্রুত বিধায়ক পদ খারিজের আবেদনও করা হয়েছে। আইনি পথেই মুকুল রায়ের মোকাবিলা করার সিদ্ধান্ত নিয়েছে বিজেপি। উল্লেখ্য, দলত্যাগ বিরোধী আইন প্রয়োগের হুঁশিয়ারি দেওয়ার প্রায় ৭২ ঘণ্টা পর বৃহস্পতিবার মুকুলের বিধায়ক পদ খারিজের আবেদন নিয়ে বিধানসভায় যান শুভেন্দু অধিকারী। আর তা জমা করতে না পারায় আজ জমা পড়ল।

আরও পড়ুন: বিজেপি ঘনিষ্ঠ বিচারপতি কৌশিক চন্দ, নন্দীগ্রাম মামলার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুললেন ডেরেক, কুণাল


উল্লেখ্য, এই ইস্যুতে শুভেন্দুকে কটাক্ষ করেছে তৃণমূল। তাদের বক্তব্য,  শুভেন্দুর আগে উচিত তাঁর বাবা শিশির অধিকারীকে দলত্যাগ বিরোধী আইনের পাঠ দেওয়া। উল্লেখ্য, মুকুল রায় তাঁর ইস্তফা দানের বিষয়টি সিদ্ধান্ত দল নেবে বলে জানিয়েছেন। 

Related posts

বিশ্ব বাংলা শারদ সম্মান ২০২৫ ঘোষণা, কারা পেল কোন পুরস্কার?

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে