খলিস্তানি মন্তব্য বিতর্ক: রাজভবনে শিখদের প্রতিনিধি দল, শহরে একাধিক প্রতিবাদ মিছিল

কলকাতা: খলিস্তানি মন্তব্যে তোলপাড় গোটা দেশ। বৃহস্পতিবার দুপুর ১২টা ১৫ মিনিট নাগাদ কলকাতার রাজভবনে এসে পৌঁছয় শিখ সম্প্রদায়ের একটি প্রতিনিধি দল। পাশাপাশি, মহানগরে একাধিক প্রতিবাদ মিছিলও হয় এ দিন।

মঙ্গলবার থেকেই বিজেপির কলকাতার প্রধান কার্যালয় মুরলিধর সেন লেনের কাছে প্রতিবাদ ও বিক্ষোভ দেখায় শিখ সম্প্রদায়ের মানুষরা। তাঁদের দাবি, অবিলম্বে এবিষয়ে ক্ষমা চাইতে হবে বিজেপি নেতাদের। নাহলে আগামী দিনে বিক্ষোভ আরও চরম আকার ধারণ করবে।

প্রসঙ্গত, ধামাখালিতে বিজেপি নেতৃত্বের সঙ্গে পুলিশের বচসার মধ্যে শিখ পুলিশ আধিকারিককে ‘খলিস্তানি’ বলা হয়। ‘খলিস্তানি’ বিতর্কের আঁচ জাতীয় স্তরেও পৌঁছেছে। এই আবহে ধর্মীয় রাজনীতিকরণের বিরুদ্ধে দক্ষিণ কলকাতা জেলা তৃণমূল যুব কংগ্রেস ও দক্ষিণ কলকাতা জেলা তৃণমূল ছাত্র পরিষদ প্রতিবাদ মিছিল করে শহরে। শিখ সম্প্রদায়ের তরফে প্রতিবাদ মিছিল করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ক্ষমাপ্রার্থনার দাবি তোলা হয়।

সমস্ত ছবি: রাজীব বসু

Related posts

বিকেল ৫টা পর্যন্ত বাংলার সাত লোকসভা কেন্দ্রে ভোট পড়ল ৭৩ শতাংশ

হুগলির ধনিয়াখালিতে বিক্ষোভের মুখে লকেট, অশান্ত পরিস্থিতি

ভোট চলাকালীন ঝেঁপে বৃষ্টি, ছাতা মাথায় ভিড় ভোটারদের