প্রথম পাতা খবর আগুন লাগানো হয়েছিল বাড়িগুলোতে, সিটের প্রাথমিক রিপোর্ট

আগুন লাগানো হয়েছিল বাড়িগুলোতে, সিটের প্রাথমিক রিপোর্ট

251 views
A+A-
Reset

বীরভূমের রামপুরহাটে অগ্নিকাণ্ডের ঘটনায় আট জনের মৃত্যু হয়েছে বলে স্বীকার করেছে প্রশাসন প্রাথমিক তদন্ত রিপোর্ট দিল সিট। তাতে স্পষ্ট তারা উল্লেখ করেছে কোনও দুর্ঘটনা নয়, বাড়িগুলিতে আগুন লাগানো হয়েছিল। মুখ্যমন্ত্রীর নির্দেশে গঠিত সিটের এক আধিকারিক ঘটনাস্থল পরিদর্শন করে এমনই রিপোর্ট দিয়েছেন বলে জানা গিয়েছে। সিটের এই রিপোর্টের পর টিভি ফেটে অথবা শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটার যে তত্ত্ব ভেসে আসছিল, সেটা যে ঠিক নয় এটা এখন অনেকটাই পরিষ্কার হয়ে গেল।

বীরভূমের রামপুরহাটে অগ্নিদগ্ধ হয়ে প্রাথমিকভাবে ১০ জনের মৃত্যুর ঘটনার খবর পাওয়ার পর পরই সিট গঠনের নির্দেশ দিয়েিছলেন মুখ্যমন্ত্রী। ঘটনাস্থলে ছুটে গিয়েছিলেন মন্ত্রী ফিরহাদ হাকিম। সঙ্গে সঙ্গে সিট গঠন করে সিটের প্রতিনিধিদের ঘটনাস্থলে পাঠানো হয়। তাঁরা রামপুরহাটের বগতুই গ্রাম পরিদর্শনের পর প্রাথমিকভাবে যে তথ্য লিপিবদ্ধ করেছেন, সেই তথ্য থেকেই এটা স্পষ্ট যে সেখানে কোনও দুর্ঘটনা ঘটেনি। সিটের এক আধিকারীক জানিয়েছেন বাড়ি গুলিতে আগুন লাগানো হয়েছিল। এখানে কোনও দুর্ঘটনা ঘটেনি। কারা এই বাড়ি গুলিতে আগুন লাগিয়েছিল এখন সেটাই এখন তদন্ত করে দেখা হবে বলেও জানান ওই আধিকারিক।

সিটের প্রাথমিক রিপোর্টে উল্লেখ করা হয়েছে অগ্নিকাণ্ডের ঘটনায় ৮ জনের মৃত্যু হয়েছে। রাজ্য পুলিশের ডিজিও সাংবাদিক বৈঠক করে দাবি করেছেন ৮ জন মারা গিয়েছেন অগ্নিদগ্ধ হয়ে। যদিও দমকল আধিকারীকরা সকালেই জানিয়েছিলেন ঘটনাস্থলে ১০ জনের মৃত্যু হয়েছে। অপরদিকে সিটের রিপোর্টে উল্লেখ করা হয়েছে, মঙ্গলবার রাত পর্যন্ত এই ঘটনায় ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। আর যাঁরা গ্রেফতার হয়েছেন তাঁরা সবাই এই এলাকার আশপাশের গ্রামেরই বাসিন্দা। এছাড়াও যাঁদের গ্রেফতার করা হয়েছে সকলেই পুরুষ বলেও জানা গিয়েছে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.