মুর্শিদাবাদে অশান্তির আঁচ অনেকটাই কমেছে। গত ৩৬ ঘণ্টায় নতুন কোনও গোলমালের খবর নেই বলে জানিয়েছেন রাজ্য পুলিশের এডিজি (আইনশৃঙ্খলা) জাভেদ শামিম। সাংবাদিক বৈঠকে তিনি বলেন, পুরোপুরি স্বাভাবিক না হলেও পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিকের দিকে যাচ্ছে। তাঁর হুঁশিয়ারি— অপরাধীরা ছাড় পাবে না। যারা এই অশান্তিতে জড়িত, তাদের কাউকে ছাড়া হবে না। প্রয়োজনে পাতাল খুঁড়ে বের করে আনা হবে।
গত কয়েক দিন ধরে ওয়াকফ সংশোধনী আইন বাতিলের দাবিতে উত্তাল হয়ে উঠেছিল মুর্শিদাবাদের একাধিক জায়গা। সেই পরিস্থিতিতে হাই কোর্টের নির্দেশে সেখানে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়। পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী যৌথভাবে অভিযান চালাচ্ছে। এখনও পর্যন্ত ২০০ জনের বেশি মানুষকে গ্রেফতার করা হয়েছে।
গুজব ছড়ানো নিয়েও কড়া বার্তা দিয়েছেন এডিজি। তিনি বলেন, বাইরের রাজ্য থেকে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে গুজব ছড়ানো হচ্ছে। সেই কারণেই কিছু জায়গায় ইন্টারনেট পরিষেবা সাময়িক বন্ধ রাখা হয়েছে। তবে ধীরে ধীরে দোকানপাট খুলছে, শান্তি ফিরছে জঙ্গিপুর সহ বিভিন্ন এলাকায়।
এই ঘটনায় বহু মানুষ গঙ্গা পেরিয়ে আশ্রয় নিয়েছিলেন মালদহের বৈষ্ণবনগরে। পুলিশ জানায়, তাঁদের এলাকায় ফিরিয়ে আনার কাজও শুরু হয়েছে। ইতিমধ্যে ১৯ জন ফিরে এসেছেন। বাকিদের আস্থা ফেরাতে কাজ করছে প্রশাসন। জাভেদ শামিম জানিয়েছেন, শান্তি রক্ষায় স্থানীয়দের ভূমিকাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।