মিড-ডে মিলের বালতিতে সাপ! তুমুল হইচই বীরভূমে

বীরভূম: মিড-ডে মিলের বালতিতে সাপ! বীরভূমের ময়ূরেশ্বরে একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে মিড-ডে মিলের বালতিতে ছোট্ট একটি সাপ দেখা যায়। ময়ূরেশ্বরের দাসপলসা গ্রামপঞ্চায়েতের মণ্ডলপুর প্রাথমিক বিদ্যালয়ে এই ঘটনা ঘিরে সোমবার তুমুল হইচই শুরু হয়। তবে ওই খাবার খেয়ে কেউ অসুস্থ হয়নি বলে জানিয়েছে প্রশাসন।

ওই রান্না খাওয়ার পরই চার পড়ুয়া স্কুলেই বমি করে বলে অভিযোগ। এর পর ২৫-৩০ জন পড়ুয়াকে নিয়ে যাওয়া হয় রামপুরহাট গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে। সেখানে তাদের পরীক্ষা করে দেখা হয়।

ঘটনার জেরে প্রধান শিক্ষককে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। ঘটনাস্থলে পৌঁছয় পুলিশও। পৌঁছন প্রশাসনিক আধিকারিকরাও। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন প্রশাসনিক আধিকারিকরা।

এই ঘটনা নিয়ে নিয়ে ময়ূরেশ্বর ২ ব্লকের বিডিও দীপাঞ্জন জানা বলেন, ‘‘আমরা এখানে এসে দেখলাম মিড-ডে মিল নিয়ে একটা সমস্যা হয়েছে। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি। যতটা খবর পেয়েছি তাতে খাবার খেয়ে কেউ অসুস্থ হয়নি। এক জন বমি করেছিল। তাকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। বাকিরা এখনও স্থিতিশীলই বলে জানতে পেরেছি।’’

Related posts

আজ মাধ্যমিকের ফলাফল, কখন থেকে কোথায় কী ভাবে দেখা যাবে?

বিদায় নেবে তাপপ্রবাহ! নামবে স্বস্তির বৃষ্টি

তৃণমূল রাজ্য সম্পাদকের পদ থেকে অপসারিত কুণাল ঘোষ