হিমাচলপ্রদেশে তুষারপাতের জেরে সমস্যায় পড়েছেন বহু পর্যটক। মানালির সোলাং থেকে অটল টানেল পর্যন্ত তুষারপাতে আটকে পড়েছিলেন প্রায় ৭০০ পর্যটক। কয়েক ঘণ্টা ধরে আটকে থাকার পর, স্থানীয় প্রশাসনের উদ্যোগে তাঁদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়। এলাকায় তুষারপাতের মধ্যেই পুলিশের সহায়তায় গাড়িগুলিকে নিরাপদে চালানোর ব্যবস্থা করা হয়।
এবারের তুষারপাত প্রায় দুই সপ্তাহ পরে শুরু হয়েছে, যা ডিসেম্বরের ৮ তারিখের প্রথম তুষারপাতের পরে পর্যটকদের মন ভরিয়েছে। এই অপরূপ দৃশ্য যেমন পর্যটকদের মুগ্ধ করেছে, তেমনই ক্ষতিগ্রস্ত স্থানীয় পর্যটন শিল্পের জন্য আশার আলো নিয়ে এসেছে।
শীতের সৌন্দর্য উপভোগ করতে বহু পর্যটক তাঁদের যাত্রা বাতিল করে হিমাচলে থাকার সিদ্ধান্ত নিচ্ছেন। বিশেষ করে শিমলার বরফে ঢাকা পাহাড়ের পরিবেশ তাঁদের শীতের ছুটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে। এ তুষারপাত অনেকের জন্য “হোয়াইট ক্রিসমাস”-এর স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছে।