কলকাতা: আরজি কর মেডিক্যাল কলেজে মহিলা চিকিৎসক-পড়ুয়া ধর্ষণ এবং খুনের ঘটনায় আরও তদন্তের দাবি নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা করেছেন নির্যাতিতার পরিবার। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে সিবিআই জানিয়েছে, এই তদন্ত সুপ্রিম কোর্টের নজরদারিতে চলছে। তবে নির্যাতিতার পরিবার এই দাবির বিরোধিতা করে জানিয়েছে, শীর্ষ আদালতের তরফে কোনও নজরদারির কথা বলা হয়নি।
বিচারপতি ঘোষ জানিয়েছেন, এই মামলার শুনানি করতে তাঁর কোনও আপত্তি নেই, তবে তদন্ত আদালতের নজরদারিতে চলছে কি না, সেই বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা প্রয়োজন। নির্যাতিতার পরিবারকে ডিভিশন বেঞ্চ বা সুপ্রিম কোর্ট থেকে ব্যাখ্যা নিয়ে আসতে নির্দেশ দেওয়া হয়েছে। তিনি বলেন, “এ বিষয়ে ব্যাখ্যা না আসা পর্যন্ত আবেদন শোনা সম্ভব নয়।” মামলার পরবর্তী শুনানি হবে ১৫ জানুয়ারি।
সিবিআইয়ের পক্ষ থেকে হাইকোর্টে জানানো হয়, আরজি কর-কাণ্ডের তদন্তে অগ্রগতির রিপোর্ট নিয়মিত সুপ্রিম কোর্টে জমা দেওয়া হচ্ছে। তবে নির্যাতিতার পরিবারের আইনজীবীর দাবি, সুপ্রিম কোর্ট কোনও নজরদারি করেনি এবং এই ধরনের কোনও নির্দেশও দেয়নি।
বিচারপতি তীর্থঙ্কর ঘোষ পরিবারের আইনজীবীকে প্রশ্ন করেন, “সুপ্রিম কোর্ট যখন এই মামলার বিষয়টি দেখছে, তখন কেন আপনার আবেদন শুনব?” তবে তিনি জানান, ব্যাখ্যা পেলে তাঁর এজলাসে মামলাটি শোনা যেতে পারে।
এই ঘটনায় সিবিআইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন নির্যাতিতার পরিবার। তাঁদের দাবি, এখনও পর্যন্ত তদন্তে বহু প্রশ্নের উত্তর মেলেনি, যা প্রকৃত বিচারপ্রক্রিয়ায় অন্তরায় সৃষ্টি করছে।