কলকাতা : রাজ্য়পাল জগদীপ ধনখড়ের সঙ্গে সৌজন্য সাক্ষাত সৌরভ গঙ্গোপাধ্যায়ের। রবিবার বেলা সাড়ে ৪টা নাগাদ রাজভবনে পৌঁছান বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। জল্পনা তুঙ্গে রাজনৈতিক মহলে।
তবে ঠিক কী বিষয়ে সৌরভ রাজ্যপালের সঙ্গে বৈঠক করছেন তা এখনও জানা যায়নি। রাজভবনে ঢোকার সময় সাংবাদিকদের উদ্দেশে সৌরভ বলেন, বৈঠক শেষে বেরনোর সময় সাক্ষাতের কারণ জানাতে পারেন তিনি।
এদিকে এই রবিবাসরীয় সাক্ষাতের পরই সৌরভের রাজনীতিতে যোগ দেওয়া নিয়ে জল্পনা আরও বেড়েছে। যদিও এ বিষয়ে সৌরভ নিজে এখনও পর্যন্ত মুখ খোলেননি। আবার বিষয়টি যে পুরোপুরি উড়িয়ে দিয়েছেন, এমনটাও নয়।
সৌরভ অবশ্য রাজভবন থেকে বেরনোর সময় বলেন, ‘‘গত জুলাই নাগাদ বাংলায় এলেও, রাজ্যপাল এখনও পর্যন্ত ইডেন গার্ডেন্স দেখেননি। আমাকে সে কথা বলেছিলেন। তাই গিয়েছিলাম। এখন তো প্র্যাকটিস চলছে। আগামী সপ্তাহে ওঁকে ইডেন গার্ডেন্স দেখাব। নিয়ে কোনও জল্পনা তৈরি করবেন না।’’
উল্লেখ্য, আগামী ১২ জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিনে আবার বঙ্গ আসতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ওই দিনই তাঁর হাওড়ায় জনসভা করার কথা। সেখানেও কি দেখা যাবে সৌরভকে? এটাই এখন লাখ টাকার প্রশ্ন।