‘অন্যায় ভাবে বাদ দেওয়া হয়েছে সৌরভকে’, প্রধানমন্ত্রী মোদীর কাছে আর্জি জানাবেন মুখ্যমন্ত্রী মমতা

কলকাতা: সোমবার উত্তরবঙ্গের উদ্দেশে রওনা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দমদম বিমানবন্দরে দাঁড়িয়ে মমতা বলেন, “অন্যায় ভাবে বাদ দেওয়া হয়েছে সৌরভকে”।

বিসিসিআই প্রেসিডেন্ট পদ থেকে বিদায় আসন্ন সৌরভ গঙ্গোপাধ্যায়ের। তাঁর জায়গায় আসতে চলেছেন রজার বিনি। যা নিয়ে বেশ কয়েক দিন ধরেই বিতর্ক অব্যাহত। সেই ইস্যুতেই এ দিন কার্যত ‘বোমা’ ফাটালেন বাংলার মুখ্যমন্ত্রী।

দমদম বিমানবন্দরে মমতা বললেন, ‘‘সৌরভকে অন্যায় ভাবে বাদ দেওয়া হয়েছে। আমি অত্যন্ত ব্যথিত। সৌরভ অত্যন্ত জনপ্রিয় ব্যক্তিত্ব। ভারতীয় দলের অধিনায়ক ছিল ও। দেশকে অনেক কিছু দিয়েছে। ওকে কেন এমন অন্যায় ভাবে বাদ দেওয়া হল।’’ একটু থেমে তিনি আরও বলেন, ‘‘আমি প্রধানমন্ত্রী মোদীর কাছে আর্জি জানাব, সৌরভকে আইসিসিতে পাঠানো হোক।’’

এখানেই না থেমে দু’টি প্রশ্ন ছুড়ে দিলেন মুখ্যমন্ত্রী। তাঁর জানতে চান, অমিত শাহের ছেলে থেকে গেলেও কেন বাদ পড়লেন সৌরভ? দ্বিতীয়ত, কোন উদ্দেশে বাদ দেওয়া হল সৌরভকে?

আরও পড়ুন: আবারও আশঙ্কা! বিজ্ঞানীরা বলছেন, দীপাবলিতে ছড়াতে পারে নতুন ওমিক্রন

Related posts

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন