দক্ষিণ ২৪ পরগনার ২০০৯-এর প্রাথমিকের চাকরিপ্রার্থীদের প্যানেল প্রকাশ, অনশন ভাঙালেন কুণাল

কলকাতা: দীর্ঘদিনের অপেক্ষার অবসান। অবশেষে চাকরি পাচ্ছেন দক্ষিণ ২৪ পরগনার অনশনকারী শিক্ষক চাকরি প্রার্থীরা। মঙ্গলবার প্রকাশিত হল দক্ষিণ ২৪ পরগনার ২০০৯ সালে চাকরি প্রার্থীদের প্যানেল। তালিকা প্রকাশ হওয়ার পর অনশনমঞ্চে গিয়ে চাকরিপ্রার্থীদের অনশন তুলে নিতে অনুরোধ করেন কুণাল ঘোষ।

এ দিন মোট ৩৬৪ জনের প্যানেল প্রকাশ করে জেলা প্রাথমিক শিক্ষা সংসদ বা ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল। একইসঙ্গে এ দিনই নিয়োগপত্র ইস্যু করা হবে বলেও জানানো হয়েছে।

দক্ষিণ ২৪ পরগনার ডিপিএসসি চেয়ারম্যান অজিত নায়েক বলেন, কনভার্টেড প্যানেলে ২৮৮ জনের নাম রয়েছে। আর ঠিকানা চিহ্নিত কার যায়নি এমন আরও ২৬ জন রয়েছেন। তাঁদের সমস্ত নথি থাকলেও বাড়ির ঠিকানা নেই। সেটা এদিনই বিজ্ঞপ্তি দিয়ে জানান হবে বলে জানান ডিপিএসসি-র চেয়ারম্যান। তাঁরাও এর মধ্যে অনর্ভুক্ত হবেন। ফলে সংখ্যাটা গিয়ে দাঁড়াচ্ছে ৩১৪ জনে। এছাড়া অ্যাডিশনাল প্যানেলে রয়েছে ৫০ জনের নাম। তাদের নামও এ দিনই প্রকাশ করা হয়।

উল্লেখ্য, ২০০৯ সালে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ ১ হাজার ৮৩৪ জনের মধ্যে ১ হাজার ৫০৬ জনের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হলেও ৩২৮ জনের তালিকা প্রকাশ করা হয়নি। পূর্ণাঙ্গ প্যানেল প্রকাশ ও নিয়োগের দাবিতে গত সোমবার থেকে ডায়মন্ড হারবারে জেলা প্রাথমিক শিক্ষা সংসদের অফিসের সামনে অবস্থান বিক্ষোভের পাশাপাশি লাগাতার অনশন আন্দোলন চালাচ্ছিলেন চাকরিপ্রার্থীরা।

এ দিনই ডিপিএসসির সামনে অনশন মঞ্চে গিয়ে আন্দোলনকারীদের সঙ্গে দেখা করেন কুণাল ঘোষ। এরপরই অনশন তুলে নেন আন্দোলনকারীরা। ফলের রস খাইয়ে চাকরিপ্রার্থীদের অনশন ভাঙান কুণাল। তিনি বলেন, “আপনাদের আবেদন অনুযায়ী ৩৬৪ জনের তালিকা প্রকাশ হয়েছে। পর্ষদ যখন একধাপ এগিয়েছে আপনাদেরও একধাপ এগোতে হবে। সরকার যখন ভাবনাচিন্তা করেছে তখন ধাপে ধাপে বাকি চাকরিপ্রার্থীদেরও নিয়োগ দেওয়া হবে।”

Related posts

শেষপর্যন্ত বৃষ্টির সম্ভাবনা, হাঁসফাঁস গরম থেকে মুক্তি মিলবে কবে

রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ, কী বলছেন অভিযোগকারী

রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগে তোলপাড় রাজ্য