পুরীর জগন্নাথ মন্দিরে বিগ্রহ দর্শনের জন্য পুণ্যার্থীদের আর দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে হবে না। আগামী ১ জানুয়ারি ২০২৫ থেকে চালু হতে চলেছে নতুন ব্যবস্থা। এই উদ্যোগে বিশেষ করে মহিলা, প্রতিবন্ধী এবং শিশুদের জন্য মন্দির দর্শন আরও সহজ ও সুষ্ঠু হবে।
পুণ্যার্থীরা যাতে নাটমণ্ডপ থেকেই বিগ্রহ দর্শন করতে পারেন এবং ঠেলাঠেলি বা বিশৃঙ্খলার সৃষ্টি না হয়, তার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে। মন্দিরের প্রধান প্রশাসক অরবিন্দ পাড়হী জানিয়েছেন, নাটমণ্ডপে ছ’টি পৃথক ব্যারিকেডের মাধ্যমে আলাদা আলাদা লাইন তৈরি করা হবে। নারী, পুরুষ, প্রবীণ নাগরিক এবং প্রতিবন্ধীদের জন্য পৃথক লাইনের ব্যবস্থা থাকবে। পাশাপাশি, নাটমণ্ডপে শীতাতপ নিয়ন্ত্রণের ব্যবস্থাও করা হবে।
সম্প্রতি রাজ্যের আইনমন্ত্রী পৃথ্বীরাজ হরিচন্দন মন্দির কর্তৃপক্ষের সঙ্গে একটি বৈঠক করেন। পুণ্যার্থীরা যাতে সহজে এবং মসৃণভাবে বিগ্রহ দর্শন করতে পারেন, সে বিষয়টি নিশ্চিত করার জন্য আলোচনা হয়। এর পরই নতুন বছর থেকে এই বিশেষ ব্যবস্থা চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মন্দির কর্তৃপক্ষের এই উদ্যোগে পুণ্যার্থীরা আরও স্বাচ্ছন্দ্যে বিগ্রহ দর্শনের সুযোগ পাবেন বলে আশা করা হচ্ছে।