ক্যানিংয়ে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে কাশ্মীরের নিষিদ্ধ জঙ্গি সংগঠন তেহরিক-উল-মুজাহিদিনের সদস্য জাভেদ আহমেদ মুন্সিকে। শনিবার রাতে ক্যানিং হাসপাতাল মোড় এলাকায় এক আত্মীয়ের বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করে জম্মু ও কাশ্মীর পুলিশ এবং কলকাতা পুলিশের যৌথ দল। রবিবার ধৃত জঙ্গিকে আলিপুর আদালতে হাজির করানো হবে।
পুলিশের দাবি, জাভেদ আদপে পাকিস্তানে প্রশিক্ষণপ্রাপ্ত জেহাদি, যার সরাসরি যোগ রয়েছে লস্কর-ই-তইবার সঙ্গে। তদন্তে জানা গিয়েছে, পাকিস্তানি জঙ্গি সংগঠনের নির্দেশে বাংলায় প্রবেশ করেছিল জাভেদ। তার টার্গেট ছিল সীমান্ত পেরিয়ে অশান্ত বাংলাদেশে প্রবেশ করা এবং সেখানে মৌলবাদীদের হাতে অত্যাধুনিক অস্ত্র পৌঁছে দেওয়া।
জেরায় জাভেদ স্বীকার করেছে, জাল পাকিস্তানি পাসপোর্ট ব্যবহার করে সে এর আগেও বাংলাদেশ, নেপাল এবং পাকিস্তানে যাতায়াত করেছে। তার এই রুটম্যাপ গোয়েন্দাদের দুশ্চিন্তা বাড়িয়েছে। গোয়েন্দাদের অনুমান, অশান্ত বাংলাদেশের পরিস্থিতিকে আরও উত্তপ্ত করতে পাক জঙ্গি সংগঠনগুলি বড় ষড়যন্ত্রে মেতে রয়েছে।
জাভেদ ক্যানিংয়ে কেন এসেছিল এবং কার সঙ্গে যোগাযোগ করছিল, তা নিয়ে তদন্ত চালাচ্ছে গোয়েন্দারা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, কাশ্মীরের শ্রীনগরে তানপুরা এলাকায় থাকত জাভেদ। ক্যানিংয়ে তার আত্মীয়ের বাড়িতে থাকার উদ্দেশ্য নিয়ে এখনও স্পষ্ট কিছু জানা যায়নি।
কলকাতা পুলিশের পক্ষ থেকে এই গ্রেফতারির সূত্র নিয়ে এখনও কিছু জানানো হয়নি। তবে এই ঘটনায় সীমান্তবর্তী এলাকার নিরাপত্তা ব্যবস্থায় বাড়তি সতর্কতার প্রয়োজনীয়তা অনুভব করছেন গোয়েন্দারা।